চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৪ সেপ্টেম্বর, ২০২১ – যুব ফেডারেশন এর পশ্চিমবঙ্গ রাজ্য সন্মেলন, আগামী ২রা – ৪ঠা অক্টোবর ২০২১, আজ কালনা শহরে অর্থ সংগ্রহ করা হ’ল।কালনা বৈদ্যপুর মোড় থেকে নতুন বাসস্ট্যান্ড চত্বর।
আগামী ২ থেকে ৪ অক্টোবর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্মেলন হবে তাই এই সম্মেলনকে সামনে রেখে যুব ফেডারেশন পূর্বস্থলী ১ নং এবং ২ নং আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে, মাদ্রা গ্রামে থ্যালাসেমিয়া সচেতনতা শিবির সংগঠিত করা হলো। থ্যালাসেমিয়া পরীক্ষা শিবিরটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ শে সেপ্টেম্বর, ২০২১। আজকের এই কর্মসূচিতে আলোচনা করেন মেজর নরেশ চন্দ্র দাস এছাড়াও উপস্থিত ছিলেন বীরেশ্বর নন্দী, টিংকু দাস,সুমন্ত মুন্ডারী সুভাষ সাহা প্রমুখ।
সংযুক্ত কিষান মোর্চার ডাকে ২৭ সেপ্টেম্বর (সোমবার) ধর্মঘটের সমর্থনে,আজ পূর্বস্থলীর নসরৎপরে সমস্ত বাম গণ সংগঠনগুলির ডাকে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।বক্তব্য রাখেন যুব ফেডারেশনের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বীরেশ্বর নন্দী ও AIKS ইউনিট সদস্য প্রসেনজিৎ সরকার।
আগামী ২৭ সেপ্টেম্বর ভারত বন্ধের সমর্থনে সি আই টি ইউ বর্ধমান সদর-২ সমন্বয় কমিটি-এর উদ্যোগে শক্তিগড় স্টেশনে পথসভা অনুষ্ঠিত হল।বক্তব্য রাখেন সি আই টি ইউ-এর জেলা সম্পাদক সুকান্ত কোনার সহ অভিজিত চক্রবর্তী ও মেহবুব আলম এবং জহর দত্ত।
সংস্থা ও দোকান কর্মচারী ইউনিয়ন সিটু ,বর্ধমান শহর ১ এরিয়া কমিটি — ধর্মঘটের সমর্থনে ও সিটু সদস্য হোন এই আহ্বান জানিয়ে রিলায়েন্স , খাদিম সহ বি সি রোডের একাধিক দোকানে হ্যান্ডবিল বিলি ও কর্মচারীদের সাথে সংক্ষিপ্ত সভা। বি সি রোডে হাতে লেখা পোষ্টার চেটানো হয়।