দীপশুভ্র সান্যাল: চিন্তন নিউজ: ২৮শে নভেম্বর:– ডুয়ার্সের ভগৎপুর চা বাগানে ভাল্লুকের আতঙ্ক। ভাল্লুক ধরতে জলপাইগুড়ি ও গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনকর্মীরা। এলাকা ঘিরে রেখেছে র্যাফ ও বনকর্মীরা।
মেটেলি চা বাগানের পর ফের ভাল্লুকের হদিশ। এবার নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রামপঞ্চায়েত এলাকার ছাড়টন্ডু বস্তির কাছে ভগতপুর চাবাগানে ভাল্লুকের আতঙ্ক। শনিবার সকালে বেশ কয়েকজন চাবাগানে স্প্রে করতে গিয়ে ভাল্লুকের মুখোমুখি হয়। তাদের বক্তব্য ভাল্লুকটি তাদের হামলা করার চেষ্টা করতেই তারা স্প্রের মেশিনপত্র ফেলে পালিয়ে যায়। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে খুনিয়া, ডায়না,মালবাজার,বিন্নাগুরি,রামসাই, বীরপাড়া সহ বিভিন্ন এলাকার রেঞ্জের বনকর্মিরা চলে আসে। চলে আসে নাগরাকাটা থানার পুলিসও। প্রশাসন ঐ চাবাগানে নজরদারি শুরু করেছিল সকাল থেকে। গোটা ছাড়টন্ডু বস্তি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজকুমার লায়েক জানান ভাল্লুকের খোঁজে তল্লাশি চলছিল। বিস্তর খোঁজাখুঁজির পর ভাল্লুকটিকে খুজে পাওয়া যায় বিকাল ৪ টা নাগাদ। ভাল্লুকটিকে ঘুমপাড়ানি গুলি করে ট্রাঙ্কুলাইস করে গরুমারা ফরেস্টের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।