জেলা

হাওড়ার টুকিটাকি



সংবাদদাতা;-সোমনাথ গৌতম;-আজ এসএফআই নরসিংহ দত্ত কলেজের প্রাক্তনীদের উদ্যোগে কদমতলা বাসস্ট্যান্ডে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন ছাত্র নেতা তথা সিপিআইএম পলিটব্যুরো সদস্য বিমান বসু। এছাড়া উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতা দীপক দাশগুপ্ত সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ। মোট ৫৮ জন এই শিবিরে রক্তদান করেন।

ডোমজুর থেকে বিকাশ মাখাল জানাচ্ছেন;-
অস্বাভাবিক মূল্যবৃদ্ধি,স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ও কৃষক আন্দোলনের একশো বছর পূর্তি উপলক্ষ্যে ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী), ডোমজুড় পশ্চিম এরিয়া কমিটির অন্তর্গত রুদ্রপুর (২) শাখার উদ্যোগে পথসভা সংঘটিত হয়। সভায় বক্তব্য রাখেন চন্দ্রশেখর ঘোষ, রবীন মন্ডল, স্বরূপ শীট ও গোলাম মল্লিক।

দেবাশীষ কারক জানাচ্ছেন
আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম ওঠানামা করলেও তার কোনো প্রভাব পড়ে না ভারতের বাজারে। ফলত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। আজ সিপিআই(এম) জগৎবল্লভপুর এরিয়া কমিটির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সন্তোষপুর কালীতলা থেকে শুরু হয়ে বড়গাছিয়া লেভেলক্রসিং এ এসে শেষ হয়।

বালি থেকে আশিস কংসবণিক জানান বালী জগাছা উত্তর আঞ্চলিক কমিটির অন্তর্গত দূগাপুর-অভয়নগর ২ নং ইউনিটের পক্ষ থেকে এক শেচ্ছায় রক্তদান শিবির,স্বাস্থ্য পরীক্ষা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।অঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন- ১২০ জন ।রক্তদান করেন- ৩৩ জন
স্বাস্থ্য পরীক্ষা করান- ৫০ জন।এই কর্মসূচী সফল করার জন্য উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য হাওড়া জেলার সম্পাদক সরোজ দাস,উপস্থিত ছিলেন জেলার সম্পাদক মন্ডলীর সদস্য আশীষ কংসবনিক এবং জেলা কমিটির সদস্য সুরজিৎ প্রামানিক ।

সরোজ দাসের প্রতিবেদন—-গণতান্ত্রিক আন্দোলনের একনিষ্ঠ কর্মী সমীর ঘোড়ুই,ও অনির্বান সিনহা স্মরণে সিপিআইএম পাঠকপাড়া পূর্ব শাখার উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।