কলমের খোঁচা

ফ্রেডরিক এঙ্গেলসের জন্মদিনে অংশুমান মজুমদার


অংশমান মজুমদার: চিন্তন নিউজ:২৮শে নভেম্বর:– কয়েক হাজার বছর আগে পাখিরা যেভাবে বাসা বাঁধত আজও তেমন ভাবেই বাসা তৈরি করে। মানুষ কিন্তু গুহা থেকে স্পেস স্টেশনে পৌঁছে গেছে। কী সেই কারণ? এসবের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন কার্ল মার্ক্স আর তাঁর বন্ধু, ফ্রেডরিক এঙ্গেলস।

দাসপ্রভুদের হাত থেকে ক্রীতদাসরা মুক্ত হয়ে আঁটকে গেছিল ভূমিদাসত্বের ফাঁদে। আবার সামন্তপ্রভুদের হাত থেকে ভূমিদাসরা মুক্তি পেয়ে কল মালিকদের শেকলে বাঁধা পড়ে।

এই সমাজ পরিবর্তনের যে কারণ তার বৈজ্ঞানিক ব্যাখ্যাও দেন মার্ক্স-এঙ্গেলস। ১৮৪৮ সালে কমিউনিস্ট ইস্তেহারে তারা লেখেন, এ যাবতকাল সমস্ত লিখিত ইতিহাস হলো শ্রেণী-সংগ্রামের ইতিহাস।

এই শ্রেণী সংগ্রাম চলতেই থাকবে যতদিন না লোপ পাচ্ছে এই সংগ্রামের মূল ভিত্তি, অর্থাৎ ব্যক্তিগত মালিকানা ও বিশৃঙ্খল সামাজিক উৎপাদন। প্রলেতারিয়েতের স্বার্থের দাবি হলো এই সব ভিত্তির বিলোপ সাধন করা।

বাহাত্তর দিনের প্যারি কমিউন, সত্তর বছরের সোভিয়েত রাশিয়া এবং অন্য সমাজতান্ত্রিক দেশগুলি প্রমান করেছে, সমাজতন্ত্র কল্পনা নয়, বর্তমান সমাজের উৎপাদন শক্তিগুলির বিকাশের অন্তিম লক্ষ্য ও অপরিহার্য পরিণামই হল সমাজতন্ত্র।

মার্ক্সবাদের অন্যতম স্থপতি মার্ক্সের সহযোগী ফ্রিডরিখ এঙ্গেলস ১৮২০ সালের ২৮ শে নভেম্বর জন্মগ্রহন করেন।আজ এই দিনটিকে শ্রদ্ধায় স্মরণ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।