জেলা

ক্লাসরুমের বাইরেও স্কুল পড়ুয়াদের পরিবারের পাশে এবিটিএ


আশীষ পান্ডে: চিন্তন নিউজ:১৯শে মে:- ক্লাসরুমের বাইরে স্কুল পড়ুয়াদের পরিবারের পাশে দাঁড়িয়েছে শতবর্ষের শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। সংগঠনটির বাঁকুড়া জেলা শাখা জেলার নানা স্থানে করোনার কারণে লকডাউনে ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে। আজ বড়জোড়া আঞ্চলিক শাখা ক্ষতিগ্রস্ত ১৭০ টি পরিবারের হাতে খাদ্যশস্য সাবান, তেল ইত্যাদি তুলে দিল।

বড়জোড়া হাইস্কুলে সকাল ১০ টায় সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রদান করা হয়। শিক্ষক – শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং অবসরপ্রাপ্ত যাঁদের প্রাণভারা দানে এই কর্মসূচিটি রূপায়ণে, অল্প হ’লেও দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদিকা অস্মিতা দাশগুপ্ত, সহ সম্পাদক আশিস পান্ডে, পরেশ মণ্ডল, এলাকার বিধায়ক সুজিত চক্রবর্তী, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বলরাম দাঁ, অধ্যাপক শিবরাম মণ্ডল, প্রাক্তন বিধায়ক সুস্মিতা বিশ্বাস, গণ আন্দোলনের নেতৃত্ব সুজয় চৌধুরী প্রমুখ। আঞ্চলিক শাখার সভাপতি মহসিন মণ্ডল, সম্পাদক বামদেব মুখার্জি এবং বহু শিক্ষক-শিক্ষাকর্মী। আর সমগ্র কাজটি সুচারু রূপে সম্পন্ন করতে এগিয়ে আসেন ছাত্র-যুবদের দল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।