দীপ্তেশ : চিন্তন নিউজ:২৫শেবলরামবাটি গ্রাম পঞ্চায়েতে চলছে ১০০দিনের কাজ, আজ ১০০ দিনের কাজ চলাকালীন একজন মজুরকে সাপে কামড়ায়। ওখানে সুপারভাইজাররা উপস্থিত ছিলেন। কিন্তু তারা কোন দায়িত্ব নিলেন না।সাপে কামড়ানো রোগীকে হসপিটালে না নিয়ে গিয়ে বাড়িতে দিয়ে আসেন।
এই ঘটনার খবর পেয়েই এলাকার সিপিআই(এম) পার্টি নেতৃত্ব অভিজিৎ সাঁতরা ও মিহির পাল ছুটে আসেন ঐ রোগীর বাড়িতে। এবং তৎক্ষণাৎ হসপিটাল নিয়ে গিয়ে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। এখন চিকিৎসা চলছে । ইনজেকশন দেওয়া হয়েছে। সরকারে নেই, কিন্তু সবরকম দরকারে আছে সিপিআই(এম) দলের নেতা কর্মীরা।