জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত :১৯ শে ডিসেম্বর – মানবাধিকার রক্ষা, কৃষি আইন প্রত্যাহার,মাইক্রোফিনান্সের বিষয় ইত্যাদি দাবি নিয়ে আজ মেমারি ২ আঞ্চলিক কমিটির গণতান্ত্রিক মহিলা সমিতির বাজারে পোস্টারিং এবং অবস্থান কর্মসূচি পালিত হয়। এছাড়াও যুব ফেডারেশনের সদস্য পদ গ্রহন অভিযান চলছে শ্রীধরপুর ইউনিটের হরকালী গ্রামে।

এস এফ আইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলার বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুসকরায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এফ আই য়ের জেলা সম্পাদক অনির্বান রায়চৌধুরী। বৈকন্ঠপুর এক ইউনিট কমিটির উদ্যোগে স্বস্তি পল্লীগ্রামে বসে আঁকো প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা ও দেওয়াল লিখন অনুষ্ঠিত হলো।উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র নেতা অভিজিৎ চক্রবর্তী, ফিরোজ মল্লিক; ডিওয়াইএফআই এরিয়া কমিটির সম্পাদক অরিজিৎ চক্রবর্তী, এসএফআই বৈকন্ঠপুর এক ইউনিট কমিটি সম্পাদক অয়ন মুখোপাধ্যায্‌ সভাপতি অরুণাভ মিত্র প্রমুখ।

কেতুগ্রাম ১এরিয়া কমিটির পালিটাতে সর্বনাশা কৃষিবিলের বিরুদ্ধে মরনপণ কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পালিটা হাটে অর্থ সংগ্রহ ও পথসভা হয়।

বর্ধমান ১ এরিয়া কমিটির অন্তর্গত মেডিকেল রিপ্রেজেনটেটিভ শাখার পার্টি সদস্য সন্তু দত্ত করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন। তাঁর স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রবীন পার্টি নেতা দুলাল নাগ।

আজ এস‌এফ‌আই গুসকরা পূর্ব লোকাল কমিটির অন্তর্গত ভেদিয়া ইউনিটের পক্ষ থেকে আগামী ২৯ শে ডিসেম্বর এস‌এফ‌আই পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে বর্ধমান শহরে অনুষ্ঠিত হতে চলা মিছিল ও ছাত্র সমাবেশকে সাফল্য করার আহ্বান জানিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী, লোকাল কমিটির সম্পাদক প্রলয় কুন্ডু ও প্রাক্তন ছাত্র নেতা রাজু ধীবর।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।