চিন্তন নিউজ:২৪শে সেপ্টেম্বর:-/ কৌশিক মালিক:-তারকেশ্বর: অর্থ সংগ্রহ ও জনসংযোগ কর্মসূচি,নয়া কৃষি বিল প্রত্যাহার, শ্রম আইন বিল ও তৃনমূলের পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে মহামিছিল সংগঠিত হয়!
কৌশিক মালিক আরও জানিয়েছেন,অন্য দিনের ন্যায় আজও আরামবাগে ওয়ার্ডে ওয়ার্ডে চলছে অর্থ সংগ্রহ ও জনসংযোগ কর্মসূচি!!

জয়দেব ঘোষ:–পান্ডুয়া:–আগামীকাল২৫শে সেপ্টেম্বর পাণ্ডুয়া তেলিপাড়া কৃষক মারা কৃষিবিলের বিরুদ্ধে সকাল ১০টায় সড়ক অবরোধের জমায়েতের সমর্থনে পাণ্ডুয়া এরিয়া কমিটির উদ্যোগে অটো প্রচার-করা হয়।
