জেলা রাজ্য

আজকের হুগলি জেলার খবর


চৈতালি নন্দী _চিন্তন নিউজ: ৫ই জুলাই:- চন্দননগরে আজ সুদীপ্ত কিট দেবার দ্বিতীয় দিন।গতকাল দদফায় এই কিট বিতরনের পর আজ ৭/৮ নম্বর ওয়ার্ডে ছাত্রছাত্রীদের দেওয়া হোলো এই কিট। সকলের মধ‍্যে খুব উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।শিক্ষা সামগ্রী ছাড়াও দেওয়া হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাদ‍্য সামগ্রী। আগামী বেশ কয়েকদিন ধরে চন্দননগরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে চলবে এই কর্মসূচি।এই কর্মসূচি চলছে চন্দননগর এসএফআই ১ নং আঞ্চলিক কমিটির উদ‍্যোগে।

হুগলি জেলার ডানকুনি থেকে সায়ঙ্ক মন্ডল জানাচ্ছেন যে অফিস, কলকারখানা খুলে গেলেও মানুষ বড় অসহায়।এই সময় অনেক মানুষ তাদের কর্মসংস্থান থেকে দূরে রয়েছেন আর তাঁদের কথা ভেবে চলছে কমিউনিটি কিচেন।। ডানকুনি সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে গড়ে উঠা ডানকুনি কমিউনিটি কিচেন প্রতিদিন চলছে এবং ভবিষ্যতেও চলবে আর তাই যেহেতু এতবড় পরিকল্পনা তাই সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যাতে তাদের পাশে দাঁড়ান সেই আর্জি জানিয়েছেন নেতৃবৃন্দ।

হুগলি জেলার রিপোর্টার সায়ঙ্ক মন্ডল কোন্নগর থেকে জানিয়েছেন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন কানাইপুর _ নবগ্রাম আঞ্চলিক কমিটির অন্তর্গত শাস্ত্রীনগর শাখার উদ্যোগে আজ সমস্ত এলাকা জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় ।। এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন হুগলি জেলা নেতৃত্ব আভাস গোস্বামী মহাশয়।। আমফানের ফলে হুগলি জেলার বহু গাছ ক্ষতিগ্রস্ত হবার জন্য তাঁদের এই কর্মসূচি।

হুগলি জেলার চন্ডীতলা থেকে সায়ঙ্ক মন্ডল জানান যে সি আই টি ও চন্ডীতলা ১ নং এরিয়া কমিটির উদ্যোগে কুমীরমোড়ায় আমফানে লুঠ পরিযায়ী শ্রমিকদের খাদ্য, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ ৭৫০০ টাকার দাবীতে ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার বিরুদ্ধে মিছিল করা হয়।। এই মিছিলে কমরেড স্বপন বটব্যাল,রঘুনাথ ঘোষ , সোমনাথ ঘোষ,অশোক নিয়োগী, আজিম আলী,আশীষ চ্যাটার্জী, সঞ্জয় ঘোষ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

হুগলি জেলার শেওড়াফুলি থেকে সায়ঙ্ক মন্ডল জানান পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল ও রান্নার গ্যাসের মুল্য বৃদ্ধি ও আমফানে ত্রাণ দূর্নীতির বিরুদ্ধে আজ শেওড়াফুলির ন ও গার মোড় থেকে বৈদ্যবাটি গেট পর্যন্ত বাম _ কঙগ্রেস যৌথ মিছিল সংগঠিত হলো।। এই মিছিলে প্রচুর মানুষ অংশগ্রহণ করেন এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী মহাশয় ও হুগলি জেলার বাম নেতৃত্বে উপস্থিত ছিলেন।।

সিঙ্গুর থেকে সায়ঙ্ক মন্ডল জানান যে অত্যাধিক পরিমাণে বিদ্যুৎ বিল আসার কারণে মানুষ নাজেহাল।। এত পরিমাণে বিদ্যুৎ বিল আসার প্রতিবাদে সিঙ্গুর বাজারে চললো গণসাক্ষর সংগ্রহ এবং এরপর ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন সিঙ্গুর লোকাল কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে ডেপুটেশন দেওয়া হয়।।এতে কাজ না হলে বিশাল আকৃতির আন্দোলন সংগঠিত করবে বলে জানিয়েছেন সিঙ্গুর এর যুব নেতৃত্ব।।

কোন্নগর থেকে সায়ঙ্ক মন্ডল আরও জানিয়েছেন যে কোলাঘাট সামন্ত আয়রন এর পক্ষ থেকে রাইন গ্রামে ভ্রাম্যমাণ পদ্ধতি তে গরীব দুঃস্থ অসহায় মানুষ দের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ইব্রাহিম আলী মহাশয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।