কাকলি চ্যাটার্জি:চিন্তন নিউজ:১লা ফেব্রুয়ারি:- বর্তমান রাজ্যসরকার ক্ষমতায় আসার পর চাকরির ক্ষেত্রগুলো ক্রমশ সংকুচিত হয়েছে। দীর্ঘদিন রাজ্যের প্রায় সাড়ে পাঁচ লক্ষ উচ্চশিক্ষিত বেকার যুবক-যুবতী অসহায় অবস্থায়! বিদ্যালয়ে শিক্ষকতার কোনো পরীক্ষায় বসতে পারছেনা। শিক্ষক নিয়োগ আইনের বেড়াজালে, সরকারের উদাসীনতায় বন্ধ। প্রতিবাদস্বরূপ গতবছর বিকাশভবনে ডেপুটেশন দেওয়া হয়, রাণী রাসমণি রোডে অবস্থান ও রাজ্যপালকেও ডেপুটেশন দেওয়া হয়।একমাসের বেশী সময় অতিক্রম করলেও প্রশাসনের কোনো হেলদোল নেই। এজন্যই আবার আচার্য্যসদন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সরকারের হস্তক্ষেপ না হওয়া পর্যন্ত জারি থাকবে অবস্থান।
Related Articles
মানুষের জন্য ‘জনগনের বাজার’
কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ:৪ঠা জুলাই:- লকডাউনের পর এখন চলছে আনলক ২। কাজের হাহাকার রাজ্যব্যাপী, আমফানের ভয়াবহতা কাটেনি বহু জায়গায়। লকডাউনে বোরো ধান মাঠেই পড়ে নষ্ট হতে দেখা গেছে কৃষি শ্রমিকের অভাবে। বহু বাধা বিপত্তি পার হয়ে বেশ কিছু পরিযায়ী শ্রমিক ঘরে ফিরলেও মেলেনি সরকারি সাহায্য বা ঘোষিত পরিকল্পনার টাকা। আমফানে সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মক। বর্ষার […]
পরিযায়ী শ্রমিকদের জবকার্ড সহ নানান সমস্যা নিয়ে, M.G.N.R.E.G.A প্রকল্পের ব্যাপক দূর্নীতির তদন্তের দাবিতে গণসংগঠনগুলির মিছিল
সুদীপ্ত সরকার: চিন্তন নিউজ:৬ই জুলাই:- জাঙ্গীপাড়া থানা গণসংগঠন সমূহের সমন্বয় কমিটি আজ বিকাল ৪টায় বি.ডি.ও অফিস ঘেরাও ও গণ ডেপুটেশন এর ডাক দেয়৷ মূলতঃ আমফান ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ঘর বাড়ি, প্রানীজ সম্পদ, ফসলের ক্ষতিপূরনের দাবিতে, শাসক দলের পেটোয়া লোকদের পাইয়ে দেওয়া টাকা ফেরত ও তাদের উপযুক্ত শাস্তির দাবিতে, পরিযায়ী শ্রমিকদের জবকার্ড সহ নানান সমস্যা […]
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে রাজ্যজুড়ে পালিত হলো জলবায়ু ধর্মঘট
মিতা দত্ত:চিন্তন নিউজ:২৪শে সেপ্টেম্বর:– — জলবায়ু বদল নয়, ব্যবস্থা বদল । উপড়ে ফেলো এই ব্যবস্থা – গ্রেটা থুনবার্গ। সুইডেন বাসী এই কিশোরী বুঝেছিলো, শুধু নিজের অ্যাকাডেমিক উন্নতি ঘটিয়ে ভালো থাকা যাবে না পরিবেশের উপর নিরন্তর আক্রমণকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে না পারলে সমূহ সর্বনাশ। মেয়েটি পেরেছে গোটা বিশ্বকে তোলপাড় করতে। ছাত্রছাত্রী সহ শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের রাস্তায় নামাতে […]