জেলা

হুগলি জেলা নিউজ:


চিন্তন নিউজ:::— ১ লা ফেব্রুয়ারি::-কমরেড সায়ঙ্ক মন্ডল জানান আগামী ৩রা ফেব্রুয়ারি ডি ওয়াই এফ আই হুগলি জেলা কমিটির ডাকে সিঙ্গুরে প্রতীকী শিল্যানাস ও ১১ই ফেব্রুয়ারি বাম ছাত্র যুবদের ডাকে নবান্ন চলো কর্মসূচিকে কেন্দ্র করে আজ পথসভা সিঙ্গুর বিধানসভার অন্তর্গত পশ্চিম বাড়ুইপাড়াতে।।

আরও জানান ডি ওয়াই এফ আই শ্রীরামপুর পূর্ব লোকাল কমিটির ৪ নং শাখার উদ্যোগে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শ্রীরামপুর রায়ঘাট ও চার্চ স্ট্রীট চত্তরে। ব্যাপক অংশের শিশু ও অবিভাবকদের উপস্থিতিতে সারাদিন চললো প্রতিযোগিতা ও শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এদিকে কমরেড সোমনাথ ঘোষ, জানিয়েছেন, বহু চর্চিত “উন্নয়ন” ও “বিকাশ” এর গল্প অনেক শোনা গেছে! তার দেখা নাই । গঙ্গাধরপুরের মালিপুকুরে কৃষক সভার সভ্য সংগ্রহ করতে গিয়ে পাত্র বাড়িতে উঠোনে কাপড় টাঙিয়ে রান্না করছে তরুনী গৃহবধূ লিলি পাত্র। এভাবে রান্না করছে কেন প্রশ্ন করতেই লিলি বললেন কি করবো বলুন। আমফানে আমাদের সব উড়ে গিয়েছে। সবার শোবার ঘরই নেই তো রান্নাঘর! লকডাউনে ওর কাজ নেই, তাই টাকা নেই। রোদ, ঝড়,বৃষ্টিতে এভাবেই রান্না করতে হয়। বলতে বলতে পুকুর থেকে চুবড়ি করে শাক ধুয়ে নিয়ে এসে শাশুড়ি বৌমার সাথে রান্নায় হাত লাগালেন। পঞ্চায়েত কিছু সাহায্য করে নি ? সাদা কার্ড ,ঠিকমতো চাল জোটেনি, ত্রিপলও জোটেনি। বার বার ছবি তুলে নিয়ে গিয়ে কোনও ক্ষতিপূরণের টাকা দেয়নি। একতলা, দোতলা বাড়ির তিনোমুল নেতারা সবাই টাকা পেয়েছে।
কেউ কেউ দুবার তিনবার পেয়েছে। অপরাধ আমরা লাল ঝান্ডার সমর্থক। তাই আমাদের কিছুই দেয় না। এমনকি ১০০ দিনের কাজ দেয় না। আমি বললাম “দুয়ারে সরকার” চলছে তো? লিলি ফুঁসে উঠে বললো এতদিন ওদের দুয়ারে গিয়ে কিছু দিলো না, এখন ভোট আসছে তাই দুয়ারে সরকারের নাটক চলছে।আজকের কর্মসূচিতে ছিলেন সোমনাথ ঘোষ, দৌলত মল্লিক, তাপস মোদক, সুব্রত দাসসহ অন্যান্যরা।

আবার কমরেড জয়দেব ঘোষ জানান, সর্বনাশা কৃষি আইন বাতিলের দাবিতে আজ তারকেশ্বর থানার তালপুর অঞ্চলে জাঠা মিছিল সংঘটিত হোল। মিছিল রামনারায়ন পুর মাকড়ার মুক্তার পুর নস্করপুর গ্রামের ১০ কিলোমিটার পথ পরিক্রমা করে ।

সায়ঙ্ক মন্ডল জানান, আসন্ন ১১ই ফেব্রুয়ারি: নবান্ন অভিযানকে কেন্দ্র করে এস এফ আই শ্রীরামপুর পূর্ব আঞ্চলিক কমিটির উদ্যোগে পোস্টারিং করা হলো.. আরও জানান১১ ই ফেব্রুয়ারী” নবান্ন অভিযানকে” সফল করার আহ্ববান জানিয়ে ডি ওয়াই এফ আই- এস এফ আই এর সমাবেশ কোতরং – হিন্দমোটর অঞ্চলে। ডি ওয়াই এফ আই কানাইপুর নবগ্রাম লোকাল কমিটির উদ্যেগে নবান্ন অভিযানের সমর্থনে পথসভা কোন্নগর আন্ডারপাস সংলগ্ন স্থানে।-


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।