দেবু রায়:-চিন্তন নিউজ:-১৫ই আগস্ট :- আজ স্বাধীনতার ৭৪ তম বর্ষে ঢাকুরিয়ার তরুন মহল ক্লাব এক রক্ত দান শিবির ও তার সাথে মানুষের শরীরে কোভিড১৯ এর বিরুদ্ধে লড়াই করার মতো আন্টি-বডি তৈরি আছে কিনা তা জানতে থাইরোকয়ারের সহযোগিতায় মাত্র ৩৫০ টাকায় কোভিড আই.জি.জি.টেস্ট আর আয়োজন করে । প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় ৯২ ওয়ার্ডের পৌরমাতা এলাকার কাছের ও কাজের মানুষ মধুছন্দা দেব।!তরুন মহল ক্লাবটি বিগত দশ বছর ধরেই রক্ত দান শিবিরের আয়োজন করে আসছে । রক্ত দান অনুষ্ঠান ছাড়াও লকডাউনের সময় ঢাকুরিয়া রেলওয়ে স্টেশনে কর্মহীন শ্রমিকদের বাম ছাত্র -যুব সংগঠনের সাথে হাতে- হাত মিলিয়ে দীর্ঘ দু’মাস খাবারের ব্যবস্থা করে ।আবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলে আম্পান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রান বিতরণ করে ।
অশোক দাস:-চিন্তন নিউজ:-সিপিআইএম সাগর এরিয়া কমিটির সম্পাদক বিধান দাসের উপস্থিতিতে সাগর রুদ্রনগর পার্টি কার্যালয় সম্মুখে ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীগন ণসংবিধান রক্ষার্ পক্ষে গনতন্ত্র, গনতান্ত্রিক অধিকার ও নাগরিক স্বাধীনতার উপর আক্রমনের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রীয় নীতি নস্যাৎ করার প্রতিবাদে এবং দেশের স্বাধীনতা শক্তিশালী করার লক্ষ্যে শপথ বাক্য পাঠ করেন।
ডালিয়া চাট্টার্জী:-চিন্তন নিউজ:- সি. পি. আই(এম) সোনারপুর উত্তর এরিয়া কমিটির উদ্যোগে শতাধিক ছাত্র, যুব, মহিলা, শ্রমিক , পার্টি কর্মী ও সমর্থকের উপস্থিতিতে ৭৪তম স্বাধীনতা দিবসে সংবিধান রক্ষার পক্ষে, ধর্মনিরপক্ষেতা, গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার ও নাগরিক স্বাধীনতার উপর আক্রমণের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রীয় নীতি নস্যাৎ করার প্রতিবাদে,দেশের স্বাধীনতা শক্তিশালী করার লক্ষ্যে গড়িয়া স্টেশন এলাকায় গড়িয়া স্টেশন রোডের উপরে জাতীয় পতাকা ও সি ,আই ,টি, ইউ এর পতাকা উত্তোলন করা হয়। সেই সঙ্গে শহীদ বেদীতে মাল্যদান ও শপথ বাক্য পাঠ করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক ও এলাকার গণ আন্দোলনের নেতা কম:অপূর্ব কুমার মন্ডল ।সি,আই,টি,ইউর পতাকা উত্তোলন করেন সি,আই, টি ,ইউ এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ও নির্মাণ সংগঠনের জেলা সম্পাদক কম:শ্যামাপ্রসাদ রায়। শপথ বাক্য পাঠ করান পার্টির এরিয়া কমিটির অন্যতম সদস্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কম: ড: বিশ্বজিত মন্ডল । আবৃত্তি ও দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।