জেলা

মহান দার্শনিক বৈজ্ঞানিক কার্লমার্কসের ২০৩ তম জন্ম দিবস পালন ও আলোচনা


মাধবী ঘোষ: চিন্তন নিউজ: ৬ই মে:- গতকাল আসানসোলে , কার্লমার্কসের ২০৩তম জন্মদিবসে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব পার্থ মুখোপাধ্যায় কার্লমার্কসের স্মরণে বললেন —
তোমার মতবাদে মেহনতি মানুষ চিরকাল বেঁচে থাকার রসদ খুঁজে পাবে ।
দু’শো বছর পেরিয়ে এসেও তিনি আজও তরুন, অমলিন আর প্রাসঙ্গিক। তাঁকে নিয়ে বির্তকের শেষ নেই। যেদিন তিনি বলেছিলেন ইউরোপ কমিউনিজমের ভুত দেখছে, সেদিন থেকে আজও সেই কমিউনিজমের ভুত বিশ্ব পুঁজিবাদ- সাম্রাজ্যবাদকে তাড়া করে বেড়াচ্ছে। বিতর্ক চলছে সেদিন থেকে।

১৮৪৮ সালে প্রকাশিত ” কমিউনিস্ট ইস্তাহার “-এ তিনি শোনালেন সেই অমোঘবানী- ” সর্বহারার শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নেই, জয় করার জন্য আছে সমগ্র দুনিয়া”।
তিনিই বলেছিলেন – “মানুষের ইতিহাস শ্রেণি সংগ্রামের ইতিহাস”। এর থেকে বড় সত্য গত ১৭০ বছরে আর কেউ আবিষ্কার করতে পারেন নি। তিনি সমাজ পরিবর্তনের আলোক বর্তিকা হাতে দুনিয়ার শ্রমজীবী মানুষের সংগ্রামের চিরন্তন পথ প্রদর্শক।

তিনি কার্ল মার্কস, ইতিহাসের নতুন অভিমুখের স্রস্টা। মানুষের সমাজ গড়ার সংগ্রামের ইতিহাসের বিশ্লেষণের সঙ্গে কার্ল মার্কস ওতপ্রোত যুক্ত হয়ে আছেন। তিনিই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।