জেলা

হুগলি জেলার আইএসসি র এ বছরের কৃতি গণ


সুপর্না রায়ঃ- চিন্তন নিউজ: ১৫/০৫/২০২৩:- আজ হুগলী জেলার খুব গর্বের দিন । গত কাল দিল্লী বোর্ডের আই এস সি পরীক্ষা র ফল প্রকাশিত হয়েছে । হুগলি চকবাজার,পাঙ্খাটুলির বাসিন্দা বানীব্রত দে র(যিনি বামপন্থী বন্ধুরা হুগলি চুঁচুড়া বিধান সভা গ্রুপ এর সক্রিয় সদস্য) পুত্র ঋতব্রত দে ডন বসকো স্কুল ব্যান্ডেলের ছাত্র। আই এস সি পরীক্ষার প্রাপ্ত নম্বর ৩৯৪(৯৮.৫০%)।অঙ্ক তার পছন্দের বিষয়। আগামী দিনে statistics নিয়ে পড়াশোনা করতে চায়। পড়াশোনার বাইরে কুইজ এ অংশগ্রহণ করতে ভালোবাসে এবং ডন বসকো স্কুলে কুইজ ক্লাবের সভাপতি ছিল।এদিন তার মা শুক্লা দে জানিয়েছেন মাতৃদিবসে এর থেকে বড় উপহার কোন হতে পারে না।

আরও জানা গেছে যে চুঁচুড়ার আমড়াতলা গলির বাসিন্দা , অক্সিলিয়ম কনভেন্ট স্কুলে র ছাত্রী মেঘমালা দাশগুপ্ত এবারের আইএসসি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছে । কেমিস্ট্রি মেঘমালার প্রিয় বিষয় — মেঘমালা জানিয়েছে ভবিষ্যতে সে বাবার মতো অধ্যাপক হতে চায় কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে । পড়াশোনা ছাড়াও সে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতে ও শুনতে ভালোবাসে, ফেলুদা তার খুব প্রিয় এবং ক্যারেটের প্রশিক্ষণ নেয় ।

এছাড়াও ভার্গভ রায় বাঁশবেড়িয়ার পরীক্ষার্থী ফলাফলে রাজ্যের মধ্যে 98.75 শতাংশ নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে।
অনেক অনেক অভিনন্দন সকল মুখ উজ্জ্বল করা ছাত্র ছাত্রীদের।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।