জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ:১২/০৫/২০২৩:- শঙ্খশুভ্র চক্রবর্তীঃ-মগরা দিগসুই সপ্তগ্রাম এরিয়া কমিটির ৪ নং শাখার উদ্যোগে শাসকদলের নানাবিধ দুর্নীতি এবং শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রতি সরকারের যে অবিচার তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দাবিতে পার্টির গনস্বাক্ষর অভিযান চলছে।

দীপালী মন্ডলঃ-সিঙ্গুরের গোপালনগর জিপি র সিংহেরভেরি ব্রাঞ্চে দুর্নীতির বিরুদ্ধে সই সংগ্রহ ও অর্থ সংগ্রহ করা হলো।

জয়দেব ঘোষঃ-নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি হুগলি জেলা কমিটির পক্ষ থেকে আজ প্রাক- প্রাথমিক শ্রেণীর টিএলএম এর বরাদ্দ সংক্রান্ত বিষয়ে জেলা শিক্ষা অধিকর্তাকে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেওয়া হলো। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মোহনদাস পন্ডিত, জেলা সম্পাদক কমল মল্লিক, জেলার প্রাক্তন সভাপতি সম্পাদক নরেন দে ,জেলা সহ-সভাপতি জয়ন্ত কুমার দে ,জেলা সহ সম্পাদক জয়দেব ঘোষ, জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য মনোজ সরকার, জেলা কমিটির অরূপ দত্ত, দেবারতি বাসুলী,জেলাপরিষদের সঞ্জয় কুমার দত্ত, অঞ্জনা রায় সহ নেতৃত্ব। দুজনের প্রতিনিধিদের দলে ছিলেন রাজ্য সভাপতি মোহনদাস পন্ডিত এবং জেলা সম্পাদক কমল মল্লিক। বিষয়টি নিয়ে সদার্থক ভাবনার প্রতিশ্রুতি দিয়েছেন আধিকারিক।

সুদীপ্ত সরকারঃ-জাঙ্গীপাড়ার বিভিন্ন গ্রামে জনসংযোগ, গণঅর্থসংগ্রহ ও দূর্নীতির বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহের কাজ চলছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।