চিন্তন নিউজ:৭ই নভেম্বর:- সোনারপুর পশ্চিম থেকে অভিজিৎ দাসগুপ্ত জানাচ্ছেন: আগামী ২৬ নভেম্বর সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ গড়িয়া শীতলা মন্দিরের বিপরীতে সিটু ও অন্যান্য গণসংগঠনগুলির ডাকে প্রকাশ্য গণ কনভেনশন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য ও দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্পাদক কমরেড শমীক লাহিড়ী, দক্ষিণ ২৪ পরগণা জেলা সদস্য কমরেড কমল গাঙ্গুলীসহ নেতৃবৃন্দ। সভার সভাপতি ছিলেন কৃষক সভার নেতা কমরেড সিরাজ খান।
বারুইপুর পশ্চিম থেকে ডালিয়া চ্যাটার্জী জানাচ্ছেন:- বারুইপুর পশ্চিম বিধানসভায় ২৫ টি এলাকায় ১০৪ তম নভেম্বর বিপ্লবের কর্মসূচি পালিত হয়। আজ ৭ই নভেম্বর, দেশ বিদেশের সঙ্গে তাল মিলিয়ে সিপিআই(এম )সোনারপুর উত্তর এরিয়া কমিটির অন্তর্গত শ্রীখণ্ডা নবগ্রাম শাখার নবগ্রামে যথাযথ মর্যাদায় নভেম্বর বিপ্লব পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন করেন ও শহীদ বেদীতে মাল্যদান করেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক কম:অপূর্ব কুমার মন্ডল। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে নভেম্বর বিপ্লবের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব আলোচনা করেন। সেই সঙ্গে অপর কর্মসূচীতে এই শাখার নবগ্রামে নূতন একটি গণশক্তি বোর্ড উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক অপূর্ব কুমার মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন পার্টির এরিয়া কমিটির অন্যতম সদস্য বিশ্বজিত মন্ডল ও সমীর কুমার হালদার।
আজ সন্ধ্যা ৬ টায় সোনারপুর উত্তর এরিয়া কমিটির উদ্যোগে অনুকূল চন্দ্র হাইস্কুলে ২৬ শে নভেম্বরের বনধকে কেন্দ্র করে কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদক কম:শমীক লাহিড়ী ও সম্পাদক মণ্ডলীর সদস্য কম: কমল গাঙ্গুলী।
সভাপতিত্ব করেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক কম:অপূর্ব কুমার মন্ডল।
ক্যানিং থেকে বিভাস সাহা জানাচ্ছেন:- ক্যানিং সিপিআইএম এরিয়া কমিটির,বাঁশড়া অঞ্চলের ঘুটিয়ারী শরীফের পার্টি কার্যালয়ে , ক্যানিং ১ এরিয়া কমিটির সম্পাদক কমরেড তাপস অধিকারীর উপস্থিতিতে মহান নভেম্বর বিপ্লব এর ১০৪ তম বার্ষিক পালন করা হয় l পতাকা উত্তোলন করলেন কমরেড নাসির লস্কর। উপস্থিত ছিলেন অন্যান্য কমরেডরা ও নেতৃত্ব l
ডায়মন্ড হারবার থেকে সন্ন্যাসী হালদার জানাচ্ছেন ডায়মন্ড হারবার এরিয়া কমিটির সরিষায় মহান নভেম্বর বিপ্লবএর ১০৪ তম দিবস শ্রদ্ধায় পালন করা হয় l সিপিআই(এম) পার্টি দফতরে পতাকা উত্তোলন ও শাহিদ এর প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্য দান করেন নেতৃত্ব l ডাঃ হারবার ২ নং এরিয়া কমিটির বিভিন্ন শাখায় কম’সূচী পালন