চিন্তন নিউজ: ০১/১২/২০২৩:- সোমনাথ ঘোষঃ-কৃষক ও গন আন্দোলনের নেতা ও সিঙ্গুরে মোটর গাড়ি কারখানা তৈরির অন্যতম সৈনিক প্রয়াত কমরেড সুহৃদ দত্তর স্মরণ সভায়, সিঙ্গুরে শোক প্রস্তাব পাঠ করছেন সি পি আই (এম) রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য ও হুগলী জেলা সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ ।
বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক কম মহঃ সেলিম, কম শ্রীদীপ ভট্টাচার্য, কম সৃজন ভট্টাচার্য, কম সৌমিত্র চ্যাটার্জী, কম অমর চন্দ্র।
দেবারতি বাসুলীঃ- ক)পান্ডুয়া বি,ডি ও অফিসে পান্ডুয়া থানা কৃষক সমিতির উদ্যোগে সরকারি ধান ক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো,সমবায়ের মাধ্যমে প্রতি গ্ৰাম পঞ্চায়েত এলাকায় একটি ধান ক্রয় কেন্দ্র খোলা, আগে থেকে ঘোষণা করে পঞ্চায়েত এলাকায় আগে থেকে প্রচার করে চলমান ধান ক্রয় কেন্দ্র খোলার দাবি জানানো হয়।অভাবী বিক্রয় বাড়ছে, কাছাকাছি ধানক্রয় কেন্দ্র না থাকা,আলু চাষের সময় এসে যাওয়ায় ধানের দাম পড়ছে ,১৫০০/-টাকার মধ্যে ফড়েরা ধান কিনছে।১৬ টি পঞ্চায়েত অধ্যুষিত ব্লক এলাকায় অপরিকল্পিতভাবে মাত্র ৩টি ধান ক্রয় কেন্দ্র খোলার প্রতিবাদ জানিয়ে,র্বগাদার ও ঠিকা চাষীরা যাতে সহজেই সরকারি ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে পারে তার জন্য আলাদা ব্যবস্থা গ্ৰহন করার দাবি উত্থাপন করা হয়। সমবায় পরিদর্শক, খাদ্য সরবরাহ নিয়ামক,কৃষি উন্নয়ন দপ্তরের সহ আধিকারিকদের উপস্থিতিতে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিকের কক্ষে অনুষ্ঠিত ডেপুটেশনে সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন থানা কৃষক সমিতির সম্পাদক সৌরেন বসু,সহ সম্পাদক পার্থ ঘোষ,সলিল আদক, জয়নাল আবেদীন ও মৎস্যজীবি ও কৃষক সংগঠনের নেতা অজয় মুখার্জী প্রমুখ নেতৃবৃন্দ। প্রসঙ্গত আলোচনায় সার,আলু বীজ ,রেশন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
খ) রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত শ্রমিক -কর্মচারী-শিক্ষক-শিক্ষাকর্মী দের “যৌথমঞ্চ” হুগলী জেলা শাখার আহ্বানে চুঁচুড়া ঘড়ির মোড়ে ২৪ ঘন্টার অবস্থানে বক্তব্য রাখছেন রাজ্য কো অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী
হুগলি জেলার শ্রমিক-কর্মচারী- শিক্ষক – শিক্ষাকর্মীদের সংগঠন সমূহের যৌথমঞ্চের ছয় দফা দাবীতে ২৪ ঘন্টার গণ অবস্থানে রাত্রিযাপনে জেলা ABPTA র চারজন (০৪) সম্পাদক মন্ডলীর সদস্য সহ মোট এগারো (১১)জন। সকলকে অভিনন্দন।