চিন্তন নিউজ, মেমারি, সাজিদ হোসেন, ৭/৩/২৪ –
প্রবীন শ্রমিক নেতা অলিক ব্যানার্জি ( ছাতা) প্রয়াত হন ১৩ ই ফেব্রুয়ারী ২০২৪ তারিখে। তাঁর স্মরণ সভা অনুষ্ঠিত হলো আজ। সভায় সভাপতিত্ব করেন বদ্রীচরণ লাহা। স্মৃতিচারণ করেন সি আই টি ইউ, পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক নজরুল ইসলাম, সুকান্ত কোঙার ( সদস্য সি আই টি ইউ, কেন্দ্রীয় কমিটি)। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা ও অসংখ্য মানুষ।
কাটোয়া, সংবাদদাতা সোমনাথ দে – সন্দেশখালি জুড়ে তৃণমূল ও পুলিশের আক্রমণ, কাটোয়া পৌরসভার অনৈতিক কাজকর্ম, রাজ্যজুড়ে নৈরাজ্য ইত্যাদি বিষয়ে কাটোয়া থানায় ডেপুটেশন ও বিক্ষোভ প্রদর্শন করা হবে আগামী ১১ ই মার্চ। আজ বিকেলে গোয়েঙ্গকাবাড়ি মোড়ে সিপি আই এমের পক্ষ থেকে জমায়েত ও পথসভা হয়।