অশোক কুমার দাস : চিন্তন নিউজ: ৫ই সেপ্টেম্বর,২০২০:-সাগরের জীবনতলা গ্রামে মনসা মোড়ে চা সহ মুদিখানা দোকানে স্থানীয় মানুষরা আজ সকালে চা খেতে আসে । সেই সময় একজন মুদি বাজার করতে গিয়ে বস্তা থেকে ডাল বের করতে দেখে প্রথমেই সন্দেহ করে । সন্দেহকারি ব্যাক্তি উপস্থিত খরিদ্দারদের মধ্যে দু-তিন জনকে বিষয়টি গোপনে পরখ করতে বলে । সন্দেহ সঠিক হয়। জনতার জেরায় ঝোলা থেকে বেরিয়ে পড়ে বেড়াল। খবর পাওয়া যায় পাশের দোকানেও বিক্রি হচ্ছে। সেখানেও জনতা হাজির হয়ে খবরের সত্যতার প্রমাণ পায় । দুটো দোকান মিলিয়ে মোট ১৩ বস্তা রেশনের ডাল উদ্ধার করে । খবর যায় সাগর থানায় । পুলিশ এসে জনতার উদ্ধারকৃত ডাল থানায় নিয়ে যায় দোকানদারকে জেরা করে জানা যায় , ওই ডাল কমিশনে বিক্রি করার জন্য সাপ্লাই দিয়েছে কালিবাজার পার্শ্ববর্তী এম আর ডিলার তপন বেরা । এখানেও সরকারের দূর্নীতির প্রমাণ পেয়ে ক্ষুব্ধ মানুষ।
Related Articles
জেলবন্দি দেবযানীর জন্য বিরাট আয়োজন জেল কর্তৃপক্ষের
মাধবী ঘোষ, চিন্তন নিউজ, ৮ জুন: তিনি ছিলেন সারদার শেষ কথা। সারদার সাধারণ কর্মী থেকে সারদার কর্তার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠা দেবযানী মুখোপাধ্যায় এর স্থায়ী ঠিকানা এখন দমদম কেন্দ্রীয় সংশোধনাগার। সারদা কাণ্ডে অভিযুক্ত হিসেবেই পরিচয় পেয়েছেন সারদা সাম্রাজ্যের একদা সেকেন্ড ইন কমান্ড দেবযানি। কিন্তু সারদাকাণ্ডে নতুন করে সিবিআই তৎপরতা শুরু হতেই দেবযানী মুখোপাধ্যায় এর সেলে […]
সিপিআইএম এর উদ্যোগে শহরের মানুষকে স্বাস্থ্যবিধি সচেতন করতে মাস্ক বিতরন
কিংশুক ভট্টাচার্য্য ,বাঁকুড়া : চিন্তন নিউজ:২৪ জুন:- সিপিআই(এম) বাঁকুড়া শহর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে বুধবার শহরের লালবাজার মোড়ে পথচলতি মানুষকে মাস্ক বিতরণ করা হয় । সকাল ৯টার সময় লালবাজারের সব্জি বাজার এলাকায় সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অভয় মুখার্জি ও পূর্ব এরিয়া কমিটির সম্পাদক তথা জেলা কমিটির সদস্য প্রভাত কুসুম রায়ের নেতৃত্বে উল্লেখ যোগ্য সংখ্যার পার্টি […]
পূর্ব বর্ধমান জেলার খবর
চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত: ৮ ই নভেম্বর – আজ সকাল ১০-টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গলসী-১নং বি.কে.সির মানকর অঞ্চল কৃষক সভার ১৫-তম সম্মেলন শুরু হয় । এলাকার কৃষক প্রতিনিধিরা সম্মেলনে যোগদান করেন ।উদ্বোধনী বক্তব্য রাখেন হারাধন ঘোষ, অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সমীর চ্যাটার্জী ।২১-জনকে নিয়ে নতুন কমিটি গঠিত হয় ।সম্পাদক ও সভাপতি দয়াময় ফরিকার ও […]