জেলা রাজ্য

সাগরের জীবনতলায় দু’টো মুদিখানা দোকান থেকে মোট ১৩ বস্তা রেশনের ডাল উদ্ধার


অশোক কুমার দাস : চিন্তন নিউজ: ৫ই সেপ্টেম্বর,২০২০:-সাগরের জীবনতলা গ্রামে মনসা মোড়ে চা সহ মুদিখানা দোকানে স্থানীয় মানুষরা আজ সকালে চা খেতে আসে । সেই সময় একজন মুদি বাজার করতে গিয়ে বস্তা থেকে ডাল বের করতে দেখে প্রথমেই সন্দেহ করে । সন্দেহকারি ব্যাক্তি উপস্থিত খরিদ্দারদের মধ্যে দু-তিন জনকে বিষয়টি গোপনে পরখ করতে বলে । সন্দেহ সঠিক হয়। জনতার জেরায় ঝোলা থেকে বেরিয়ে পড়ে বেড়াল। খবর পাওয়া যায় পাশের দোকানেও বিক্রি হচ্ছে। সেখানেও জনতা হাজির হয়ে খবরের সত্যতার প্রমাণ পায় । দুটো দোকান মিলিয়ে মোট ১৩ বস্তা রেশনের ডাল উদ্ধার করে । খবর যায় সাগর থানায় । পুলিশ এসে জনতার উদ্ধারকৃত ডাল থানায় নিয়ে যায় দোকানদারকে জেরা করে জানা যায় , ওই ডাল কমিশনে বিক্রি করার জন্য সাপ্লাই দিয়েছে কালিবাজার পার্শ্ববর্তী এম আর ডিলার তপন বেরা । এখানেও সরকারের দূর্নীতির প্রমাণ পেয়ে ক্ষুব্ধ মানুষ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।