জেলা

খবরে হাওড়া—–


মিঠু ভট্টাচার্য: চিন্তন নিউজ:৫ই সেপ্টেম্বর:২০২০– শহীদ জীবন মাইতির স্মরণে গোটা হাওড়া জেলা জুড়ে সি, পি, আই, (এম) পার্টির ডাকে রক্ত দান শিবিরের কর্মসূচি নেওয়া হয়েছে। গোটা জেলায় ২০ টি জায়গায় ঠিক হয় এই কর্মসূচি পালন করা হবে। তারমধ্যে আমাদের সাঁকরাইল উত্তর এরিয়া কমিটি এই রক্ত দান কর্মসূচি উদ্দোগ গ্রহণ করে। গোটা রাজ্য জুড়ে এই কোভিড পরিস্থিতিতে সরকারি হসপিটাল গুলোতে রক্তের অভাব দেখা দিয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। সেদিকে সরকারের কোন ভুমিকা দেখা যাচ্ছে না। রক্তের অভাবে মানুষকে প্রান দিতে হচ্ছে। বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী বা প্রসুতি মায়েরা রক্তের প্রয়োজনে রক্ত পাচ্ছে না। প্রতি বছরই এই দিনটি আমরা জেলা অফিসে পালন করে থাকি। এবছর কোভিড পরিস্থিতির জন্য ২০ টা পার্টি অফিসে পালন করা হচ্ছে। আমাদের এরিয়া কমিটিতে ৫০ জন রক্তদাতা রক্ত দান করেছে। আরও একটি উদ্যোগ নেওয়া হয়েছে গাছ লাগানো কর্মসূচি এবং রক্তদাতাদের গাছ স্যানিটাইজার ও মাক্স হাতে তুলে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে হাওড়া জেলার সম্পাদক বিপ্লব মজুমদার উপস্থিত ছিলেন এবং গাছ লাগিয়েছেন। আরও উপস্থিত ছিলেন কমরেড সুমিত্র অধিকারী।

সৌমেন বাগ—–রক্তদান শিবির:- ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী),উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির উদ্দ্যোগে কমরেড জীবন মাইতির স্মরণে পার্টির হাওড়া জেলার শহীদ দিবসকে কেন্দ্র করে “রক্তদান শিবির” সংগঠিত হয় বাউড়িয়া “চিত্তব্রত মজুমদার ভবন”-এ।
মোট ৪৬ জন রক্তদাতা রক্তদান করেন।উক্ত শিবিরে সম্মানিত করা হয় “রক্তদান” আন্দোলনের সঙ্গে যুক্ত “ব্লাড ডোনার্স হোয়াটস অ্যাপ গ্রুপের” সদস্যদের।

শিক্ষক দিবস পালন।একটু অন্যভাবে পালিত হলো “শিক্ষক দিবস”…….নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি উলুবেড়িয়া পূর্বচক্র-এর উদ্দ্যোগে।

এবছরের, “শিক্ষক-দিবস” পালিত হলো….. ১১০ জন মিড ডে মিল ওয়ার্কাস,হকার্স এবং ভ্যান-চালকদের মধ্যে খাদ্য-সামগ্রী,মাস্ক এবং স্যানিটারি ন্যাপকিন বিতরণের মাধ্যম দিয়ে।

আশিসকংসবণিক জানান—–স্বাধীনতা সংগ্রামী, কমিউনিস্ট নেতা কমরেড জীবন মাইতি স্মরণে স্বাস্থ্যবিধি মেনে সিপিআই(এম) বালী জগাছা উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজিত করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শ্রীদীপ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য কমরেড গৌতম হালদার, ও অন্যান্য নেতৃত্ব।এই সভার সভাপতিত্ব করেন এরিয়া কমিটির সদস্য কমরেড তপন মজুমদার। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে সৃজনী শাখা এবং নাট্য পরিবেশনায় পরিচয় শাখা। রক্তদান করেন ৩৪ জন।

তিনি আরও জানান, হাওড়া জেলার বাঁকড়ার সিপিআই(এম) এর রক্তদান শিবিরে,তৃণমূল কংগ্রেসের গুণ্ডা বাহিনীর হামলা ও বোমাবাজীর বিরুদ্ধে বালী জগাছা উওর এরিয়া কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়।

কমরেড জীবন মাইতির স্মরণসভা ও রক্তদান শিবির বালি বেলুড় এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত হয় বলে সরোজ দাস জানিয়েছেন।

সংবাদে তপলগ্না চক্রবর্তী জানাচ্ছেন, আজ হাওড়া জেলার বি গার্ডেন এরিয়া কমিটির কমরেড জীবন মাইতির শহীদ দিবসে রক্তদান শিবিরের উদ্বোধন করেন হাওড়া জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সুমিত্র অধিকারী । প্রারম্ভিক বক্তব্য রাখেন পার্টির উচ্চতর নেতৃত্ব কমরেড স্বপ্না ভট্টাচার্য । বি গার্ডেন গণনাট্য প্রত্যাশা শাখার কর্মীদের গান দিয়ে কর্মসূচির সূচনা হয় ।কমরেড জীবন মাইতি ছাড়াও এলাকার বিভিন্ন সময়ের শহীদ কমরেড মধু পন্ডিত, কমরেড ভবতোষ সান্যাল,কমরেড অসীম গাঙ্গুলী ও কমরেড রাজেন কুন্ডুকেও আজ বিশেষ ভাবে স্মরণ করা হয়।কমরেডের সুষ্ঠু পরিচালনায় মোট ৩৮জন রক্তদাতা রক্ত দান করেন।

সংবাদদাতা—–স্নেহাংশু ঘোষাল:- স্বাধীনতা সংগ্রামী ও কমিউনিষ্ট নেতা কমরেড জীবন মাইতির স্মরণে হাওড়া জেলার কুড়িটি জায়গায় আজ শহীদ দিবস পালন ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷জগৎবল্লভপুর এরিয়া কমিটি প্রতাপপুরে এই শহীদ দিবস পালন করে এবং ৫৪ জন রক্তদাতা রক্তদান করেন৷প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছ উপহার দেওয়া হয়৷এই শিবিরে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর এরিয়া কমিটির সম্পাদক কমরেড বৈদ্যনাথ বসু ও নেতৃবৃন্দ৷

লাল্টু দাস জানান, সিপিআই(এম)
দক্ষিন হাওড়া এরিয়া কমিটির উদ্যোগে আজ জীবন মাইতি স্মরনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধক হাওড়া জেলা পার্টির সম্পাদক কমরেড বিপ্লব মজুমদার। রক্তদাতার সংখ্যা ৬৩ জন।সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সমীর সাহা কমরেড সুমিত্র অধিকারী কমরেড জয়ন্ত মুখার্জী উপস্থিত ছিলেন।

সংবাদ দাতা মৃন্ময়ী রং এর রিপোর্ট:- নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি : বালি পশ্চিমচক্র স্মৃতির আলোকে পদ্মনিধি ধর। আজ ৫ইসেপ্টেম্বর ২০২০ শনিবার বিকাল চারটায় বালী জগাছা উত্তর এরিয়া কমিটির কার্যালয়ে প্রয়াত শ্রদ্ধেয় কমরেড পদ্মনিধি ধর এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভার পুষ্পস্তবক দিলেন পদ্মনিধি ধর এর ভাই বিমান ধর। পদ্ম নিধি ধর এর স্মরণ সভা এ সভাপতিত্ব করলেন বালি পশ্চিম চক্র এর সভাপতি পূর্ণেন্দু চ্যাটার্জি।অনুষ্ঠানে এই অতিমারির সময় এর মধ্যেও সাধারণ শিক্ষক এর উপস্থিতি ছিলো চোখে পরার মতোই। বিমান ধর তার বক্তব্যে তে ১৯৫১ সাল থেকে তাদের পারিবারিক ইতিহাস তুলে ধরেন।বক্তব্য রাখেন পদ্মনিধি ধর এর পুত্র পীযুষ ধর।

সংবাদদাতা—–প্রণব কুমার দাস জানাচ্ছেন, আজ কমরেড জীবন মাইতি স্মরণে জেলা জুড়ে যে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে , তারা অঙ্গ হিসাবে মধ্য হাওড়া এরিয়া কমিটির উদ্যোগে হাওড়া ময়দানে বঙ্গীয় ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । শিবিরে ১৪ জন মহিলা সহ মোট ৫২ জন রক্তদান করেন । রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন কমরেড শ্রীদীপ ভট্টাচার্য , কমরেড বিপ্লব মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ ।

আজ কমরেড জীবন মাইতি স্মরণে জেলা জুড়ে আয়োজিত রক্তদান কর্মসূচীর বাঁকড়া শিবিরে তৃণমূলী দুস্কৃতিদের হামলার প্রতিবাদে ব্যাঁটরা থানায় ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এবং পরে মিছিল হয় ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।