মীরা দাস, চিন্তন নিউজ, ১০ জুন: সল্টলেকের এস,বি ব্লকের ১৯৬ নম্বর বাড়ীটিতে ট্রান্সপোর্ট কোম্পানীর অফিস। রবিবার রাতে এই অফিসটিতে আগুন লাগে। খবর পেয়ে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনের খবর পেয়ে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু , স্থানীয় কাউন্সিলর রাজেশ চিরিমার এবং বিধান নগর উত্তর থানার পুলিশ। প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
দমকল কর্মীদের অভিযোগ মাঝে মধ্যে সল্টলেকে আগুন লাগলে দমকলের গাড়ী ঢুকতে যথেষ্ট বেগ পেতে হয়, কারন রাস্তার ওপর নিয়ম না মেনে যেখানে সেখানে গাড়ী পার্ক করা থাকে।
অবস্থা এমনই যে আগুন লাগার জায়গায় দমকলের গাড়ী পৌঁছাতে যথেষ্ট বিলম্ব হয়ে যায়। ফলে ক্ষয় ক্ষতি আরও বেড়ে যায়। এই অভিযোগ স্বয়ং দমকল কর্মীদের।