রাজ্য

লকডাউনে সোশ‍্যাল ডিস্টেন্সিংকে মান‍্যতা দিয়েই জনমত সংগঠনের অভিনব প্রয়াস


কিংশুক ভট্টাচার্য: চিন্তন নিউজ:১১ই এপ্রিল:- গত ১০/০৪/২০২০ সকালে জেলা শাসকের নিকট ডেপুটেশন কর্মসূচির অংশ হিসেবে সন্ধ‍্যেতে যুব কর্মীরা বাঁকুড়া শহরের বিভিন্ন ওয়ার্ডের রেশন দোকানে ঐ দাবীসনদের প্রতিলিপি পৌছে দিয়ে দরজার পাশে দেওয়ালে চিটিয়ে দিয়ে আসে। সোশ‍্যাল ডিস্টেন্সিংকে মান‍্যতা দিয়েই জনমত সংগঠনের জন‍্য এই ধরনের কর্মতৎপরতা গ্রহন করতে তাঁরা বাধ‍্য হয়েছেন বলে নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে।

একই সাথে জেলা কমিটির পক্ষ থেকে রাজ‍্য সরকারের গণতান্ত্রিক ও মানবিক উদ‍্যোগে বাধা প্রদান ও গত ০৯/০৪/২০২০তারিখ নিয়ম মেনে থ‍্যালাসেমিয়া রুগীদের জন‍্য রক্তদান কর্মসূচী চলাকালীন কোলকাতা পুরসভার ১১১নং ওয়ার্ড কাউন্সিলর চয়ন ভট্টাচার্য ও যুবনেতা কৌশিক এর গ্রেপ্তারের তীব্র ধিক্কার জানানো হয় ও এই কাজকে ফ‍্যাসিস্তের শক্তির দম্ভ প্রকাশ পাচ্ছে বলে উল্লেখ করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।