জেলা রাজ্য

জীবনের আহ্বানে ভয় নেই রক্তদানে:–


লাল্টু ঘোষ: চিন্তন নিউজ:৮ই জুলাই:- বিগত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছে অপরিকল্পিত লকডাউন গোটা রাজ্য তথা দেশব্যাপী। কোভিড মোকাবিলায় লকডাউন জরুরি হলেও থ্যালাসেমিয়া সহ অন্যান্য রোগীদের পরিবারের অবস্থা শোচনীয়। রক্তের অভাবে নাজেহাল অবস্থা, মৃত্যুও হয়েছে অনেকের। ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের আকাল।

এই পরিস্থিতি মোকাবিলার জন্য এগিয়ে এলো ডি ওয়াই এফ আই দক্ষিণ হাওড়া আঞ্চলিক কমিটির উনসানি ইউনিট। এস এফ আই এর সহযোগিতায় এবং স্থানীয় সূর্যতোরণ ক্লাবের আন্তরিক প্রচেষ্টায় ঐ ক্লাবপ্রাঙ্গনে লকডাউনের বিধিনিষেধ মেনে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। ৪০ জন রক্তদাতা রক্তদান করেন। উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই এর হাওড়া জেলার সম্পাদক কমরেড বিপ্লব বেরা, সভাপতি কমরেড শৈলেন্দ্র রাই সহ জেলাকমিটির নেতৃত্ব। স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ ও শুভেচ্ছায় সর্বাত্মক সাফল্য লাভ করে রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।