রাজ্য

পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ হুগলি জেলা কমিটি উদযাপন করলো শহীদ কবি সোমেন চন্দের জন্মশতবর্ষ।


চৈতালী নন্দী: চিন্তন নিউজ: ২৪শে আগস্ট:–পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ,হুগলী জেলা কমিটির উদ‍্যোগে চন্দননগর রবীন্দ্রভবন সংলগ্ন জ‍্যোতিরিন্দ্র সভাঘরে কবি সোমেন চন্দের জন্মশতবার্ষিকি উপলক্ষে একটি আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয়।
ঐ সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন গনতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের হুগলী জেলা কমিটির সম্পাদক অধ‍্যাপক শ্রুতিনাথ প্রহরাজ।
শতবর্ষের আলোকে শহীদ সোমেন চন্দ’সৃষ্টি ও সংগ্রাম’ এই বিষয়ের উপর বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন অধ‍্যাপক মেসবাহ কামাল।অধ‍্যাপক কামাল কবি সোমেন চন্দের জীবনী ইতিহাস ও সৃষ্টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং মৌলবাদ ও ফ‍্যাসিস্ট শক্তির উত্থানের পরিপ্রেক্ষিতে সোমেন চন্দ কেন আজও অত‍্যন্ত প্রাসঙ্গিক সেই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করেন।
এরপর ঐ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাঙলাদেশের সঙ্গীতশিল্পী জান্নাত এ ফিরদৌস।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।