রম্যনাথ মাঝি: চিন্তন নিউজ:২৬শে মে:- দু’মাসের বেশি সময় ধরে লকডাউন, শ্রমিকরা কর্মহীন খাবার জোগাড় করতে পারছে না কিছু পরিবার , সরকার যা সাহায্যদিচ্ছেন, তা দিন কাটানোর জন্য খুবই সামান্য আবার কোনো কোনো জায়গায় সেটাও পৌঁছাচ্ছে না সঠিক লোকের কাছে। এমন সময় প্রতিনিয়তই মানুষকে সাহায্য করে চলেছে কিছু গণসংগঠন।
![](https://chintannews.com/wp-content/uploads/2020/05/IMG-20200526-WA0051-1-1024x768.jpg)
আজ সকাল সাতটার সময় রাজপতি জুনিয়ার হাই স্কুলে পাশাপাশি গ্রামের দুই শতাধিক দুঃস্থ পরিবারকে খাদ্যসামগ্রী দান করলো আড়শা আঞ্চলিক শাখা সেখানে উপস্থিত ছিলেন এ.বি.টি.এ পুরুলিয়া জেলা কমিটির ক্যাশিয়ার ফাল্গুনী কুন্ডু। আরও ছিলেন হরপ্রসাদ পত্র , এলাকার গণ আন্দোলনের নেতৃত্ব গোবিন্দ মাঝি , এসএফআই পুরুলিয়া জেলা সম্পাদক দীপঙ্কর মাঝি , এ.বি.পি.টি.এ- র জেলা নেতৃত্ব জয়ন্ত প্রামাণিক এবং অন্যান্যরা। তারা কিছু খাদ্য সামগ্রী পরিবার গুলির হতে তুলে দেন এবং সর্বক্ষণ পাশে থাকার বার্তা দেন।
![](https://chintannews.com/wp-content/uploads/2020/05/IMG-20200526-WA0050-1-1024x768.jpg)