জেলা

আজকের হুগলি জেলার সংবাদ-


নবনীতা চক্রবর্তী:- চিন্তন নিউজঃ ১লা সেপ্টেম্বর,২০২০: — সিপিআইএম শ্রীরামপুর পূর্ব এরিয়া কমিটির নব নির্বাচিত তিন সদস্য , এস এফ আই শ্রীরামপুর পূর্ব আঞ্চলিক কমিটির সভাপতি কমরেড তমোঘ্ন ঘোষ,ডিওয়াইএফ আই পূর্ব আঞ্চলিক কমিটির সম্পাদক কমরেড প্রতীক চক্রবর্তী এবং এআইডিডব্লিউএ এর নেত্রী কমরেড মলিনা চক্রবর্তী।

হুগলি জেলার সংবাদ সংগ্রাহক সায়ঙ্ক মন্ডল শ্রীরামপুর থেকে জানিয়েছেন যে:– ভারতের ছাত্র ফেডারেশন শ্রীরামপুর পূর্ব লোকাল কমিটি অন্তর্গত শ্রীরামপুর উত্তর শাখা ও শ্রীরামপুর মাহেশ উদ্যোগে আজ শ্রীরামপুর ছাত্র শহীদ দিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন শ্রীরামপুর পূর্ব লোকাল কমিটির সদস্য অভিষেক মালাকার অয়ন গোস্বামী সায়ন্তন অধিকারী ও শ্রীরামপুর পূর্ব লোকাল কমিটির সদস্যা পিয়ালী দাস। এছাড়া উপস্থিত ছিলেন হুগলী জেলা কমিটির সভাপতি নবনীতা চক্রবর্তী ও যুব আন্দলনের নেতৃত্ব প্রতীক চক্রবর্তী।

হুগলি জেলা থেকে স্বাতী শীল জানিয়েছেন যেআজ ১লা সেপ্টেম্বর ২০২০,বামপন্থী দলগুলির ডাকে দেশব্যাপী পালিত হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস। এই ধারাকে অব্যাহত রেখে চুঁচুড়ার আখনবাজারে ‘যুদ্ধ নয় শান্তি চাই’শ্লোগানকে সামনে রেখে পালিত হল সাম্রাজ্যবাদ বিরোধী দিবস।

সুদীপ্ত সরকার জানাচ্ছেন —জাঙ্গীপাড়া থানার ফুরফুরা গ্রাম পঞ্চায়েত পরিবর্তনের জমানায় দখলে রেখেছিলো সি.পি.আই.(এম.)৷ ২০১৩ সালে সাফল্যের সাথে পঞ্চায়েত পরিচালনা করার পরে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর গোটা অঞ্চল জুড়ে শুরু হয় শাসক দলের সন্ত্রাস৷ পার্টি অফিসগুলি খুলতে বাধা দেয়, ভাঙ্গচুর করে৷ বিশেষ করে খাতনের মোড়ের অফিসটিকে ভেঙ্গে বাস ষ্ট্যান্ডে পরিনত করে৷গতকাল সেই খানে এলাকার পার্টি কর্মীরা সমবেত হয়ে লাল পতাকা উত্তোলন করেন এবং আশপাশে লাল ঝাণ্ডা দিয়ে সাজিয়ে দেন৷ আজ সকালে দেখা যায় কেউ বা কারা সেই পতাকা খুলে ফেলে দেয়৷ স্থানীয় কর্মীরা পার্টি নেতৃত্বকে খবর দিলে সাথে সাথে ঘটনাস্থলে হাজির হন ফুরফুর অঞ্চলের পার্টি নেতা কমরেড পবিত্র সিংহরায়, মহবুব রহমান, মুন্সী আব্দুস সাত্তার, সামশুল আরেফিন সহ অন্যান্ন নেতৃত্বগণ৷ বিষয়টা ঊর্দ্ধতন নেতৃত্বের দৃষ্টি আকর্ষন করেন৷ জাঙ্গীপাড়া থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়৷

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর প্রয়াণে রাষ্ট্রীয় শোক চলায় আজ প্রতিবাদ মিছিল না করে আগামীকাল বিকাল ৪টায় খাতনের মোড় থেকে তালতলা হাট পর্যন্ত মিছিল ও পথসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ জাঙ্গীপাড়া ২নং এরিয়া কমিটির সম্পাদক কমরেড শ্যামল পালধি এলাকায় গিয়ে ফুরফুরা অঞ্চলের সকল পার্টি কর্মী ও সমর্থকদের কাছে কোনো রকম প্ররোচনায় পা না দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন ও আগামি কালের প্রতিবাদী কর্মসূচী সফল করতে আহ্বান জানিয়েছেন৷।

শ্রীরামপুর থেকে নীলাঞ্জন অধিকারী জানিয়েছেন যে পশ্চিম শ্রীরামপুরে বামপন্থী গনসঙগঠন গুলো র উদ্যোগে সাম্রাজ্য বাদ বিরোধী ও কেরলে কঙগ্রেস ও আর এস এস গুন্ডাদের হাতে নিহত শহীদ কমরেড মিথিলাজ ও হক মহম্মদ এর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতীকী বিক্ষোভ কর্মসূচি——–


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।