জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ: সুকুমার ভুক্তাঃ-আজ 04/4/24 , আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত খানাকুল থানার চব্বিশপুর বাজারে সি.পি.আই (এম) প্রার্থী কমরেড বিপ্লব মৈত্রের সমর্থনে মিছিল ও পথসভা হয়। সভায় সভাপতিত্ব করেন কমরেড বাসুদেব ঘাটা। বক্তব্য রাখেন কমরেড গৌর মালিক, কমরেড নিরঞ্জন রং ও কমরেড পূর্ণেন্দু চ‍্যাটার্জী। উপস্থিত ছিলেন কমরেড গৌর জানা, কমরেড নীলরতন দোলুই। যুব সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়, তাঁরা অনেকেই মিছিলে অংশ গ্রহণ করেন।

অলোক ঘোষঃ-এ বছর আট মার্চ অর্থাৎ নারী স্বাধীনতা দিবসের দিন, ফুলের মত একটা ছোট্ট মেয়ে রিয়া তার চার বছরের শিশু সন্তানকে রেখে চিরকালের জন্য পৃথিবী ছেড়ে চলে গেল। রিয়া হামুনপুর গ্রামের মালার মেয়ে। হুগলির ডেমোরগাছা গ্রামে তার বিয়ে হয়েছিল। শ্বশুর শাশুড়ির ভয়ানক অত্যাচার শারীরিক মানসিক ভাবে তাকে বিপর্যস্ত করে তুলেছিল। তাকে প্রায়ই মারধর করা হতো এবং পনের জন্য চাপ দেয়া হতো। সে মায়ের কাছে চলে আসতো অত্যাচার সহ্য করতে না পেরে, আবার শ্বশুরবাড়ির ফোন পেয়ে আশা নিয়ে ছুটে যেত ।তার বাবা পরিযায়ী শ্রমিক। তামিলনাড়ুতে কাজ করে। তার বাবা যখন মেয়ের খোঁজ নিতে ফোন করে তখন তার মেয়ের শ্বশুরবাড়ি থেকে বলা হয় মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। হামুনপুর গ্রাম থেকে তার মা আর বোন ছুটে যায় কালনা হাসপাতালে। হাসপাতালে গিয়ে শ্বশুর বাড়ির কাউকেই দেখতে পায় না। মৃতদেহটা পাঁচ মিনিটের জন্য দেখতে পায় তারা। ততক্ষনে সব শেষ। বলাগড় থানায় সব জানিয়ে তারা এফআইআর করে। কিন্তু আজ, 4th এপ্রিল, পর্যন্ত কেউ কিছুই জানতে পারে না। ঠিক হলো গ্রাম থেকে বেশ কিছু জনকে নিয়ে বলাগর থানায় গিয়ে জানার চেষ্টা হবে মৃত্যু রহস্যের আদৌ কোন কিনারা হলো কিনা, দোষীরা শাস্তি পেল কিনা। ঐ গ্রাম থেকে প্রায় ৫০ জন মতো স্থানীয় থানায় যাওয়া হয়েছিল। কোন এক অদৃশ্য কারণে থানার দরজা বন্ধ করে দিল পুলিশ। স্লোগান চলতে লাগলো অপরাধীদের শাস্তি চেয়ে। থানার বড়বাবু তখন এসে চার পাঁচ জনকে ডেকে নিয়ে গেলেন। তার কাছে লিখিত আবেদন করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট জানাতে হবে, তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নারী দিবস এর সার্থকতা তখনই হবে যখন টন দেওয়া বা নেওয়া বন্ধ হবে ,কন্যাভ্রুন হত্যা বন্ধ হবে , মেয়েরা মেয়েদের যোগ্য সন্মান পাবে ,বাল্য বিবাহ বন্ধ হবে।

দেবারতি বাসুলীঃ-আজ 4/4/24 খানাকুলের চব্বিশ পুর বাজারে কমঃ বিপ্লব মৈত্রের সমর্থনে মিছিল ও পথসভা হয়। সভায় সভাপতি কমরেড বাসুদেব ঘাটা। বক্তব্য রাখেন কমঃ গৌর মালিক নিরঞ্জন রং ও পুর্নেন্দু চ‍্যাটার্জী। উপস্থিত ছিলেন কমঃ গৌর জানা নীলরতন দোলুই। ব‍্যাপক যুব সম্প্রদায় এই মধ্যে মিছিলে অংশ গ্রহণ করেন।

হরিপালের চন্দনপুর অঞ্চলের বিভিন্ন প্রান্তে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত আরামবাগ লোকসভা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী কমরেড বিপ্লব মৈত্র কে নিয়ে প্রচার । প্রচারে মানুষের উৎসাহ চোখে পড়ার মতো।

বাবাই সাহাঃ-তারকেশ্বর বি ডি ও র নিকট গণ ডেপটেশন। তারিখ ০৩/০৪/২৪। উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার বামফ্রন্ট প্রার্থী বিপ্লব মৈত্র।

গোঘাট দুই নম্বর এরিয়া কুমারগঞ্জ ও কামারপুকুর কলেজ মোড়ে বিপ্লব মৈত্রের সমর্থনে দেওয়াল লিখন চলছে।আজ মহানাদের বোন গোপাল গ্রামে।

সোমনাথ মুখার্জীঃ-আজ শ্রীরামপুর মিউনিসিপালিটি বামফ্রন্ট মনোনীত সি পি আই এম প্রার্থী কমরেড দীপ্সিতা ধর এর ১২, ১৩, ১৪ নম্বর ওয়ার্ড এ প্রচার ও প্রার্থী পরিচিতি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।