জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পঞ্চায়েত সাত কাহন।


চিন্তন নিউজ ২৯/৬/২৩ :—-প্রতিবেদনে সুশান্ত ঘোষ —বৃষ্টি সারাদিন ধরেই চলছে, তা সত্ত্বেও বৃষ্টি কে উপেক্ষা করেই বামপন্থীরা প্রচারে। আজ খেয়াদাহ -১নং পঞ্চায়েত অঞ্চলে প্রচার করা হয়। প্রার্থীর সমর্থনে ফ্লেক্স ব্যানার ইত্যাদি টানানো হয়।

অভিজিত দাসগুপ্তর প্রতিবেদন –সোনারপুর বনহুগলী -২নং পঞ্চায়েতে হুটকো পাড়ায় ঘরে ঘরে প্রচার করেন সিপিআইএম কর্মী সমর্থক রা। সাথে ছিলেন জেলা পরিষদ প্রার্থী মধুমিতা চক্রবর্তী সহ অন্যান্য প্রার্থীরা।

অভিজিত ব্যানার্জীর প্রতিবেদন —
মথুরাপুর রাধাকান্তপুর পুরে সি পি আই (এম )প্রার্থী দের নিয়ে মিছিল হয়, এই মিছিলে উপস্থিত ছিলেন পার্টি নেতা কান্তি গাঙ্গুলী, দেবাশীষ দে, মহিলা নেত্রী মোনালিসা সিনহা সহ অন্য নেতৃবৃন্দ।

অপর দিকে বিষ্ণুপুর -১ব্লকের পশ্চিম বিষ্ণুপুর অঞ্চলে গ্রাম সভায় সিপিআইএম প্রার্থীদের সমর্থনে বাড়ী বাড়ী জনসংযোগ যাত্রা করা হয়।

প্রতিরোধের পথে গ্রাম বাংলার মানুষ সেটাই দেখাগেলো বিষ্ণুপুর -১ব্লকের ভান্ডারিয়া অঞ্চলের চামনিতে মানুষ আজ বদ্ধ পরিকর, হামলা হলে তাকে প্রতিরোধ করা হবে। পুলিশ এর তৃণমূলের হামলা এবং পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এক প্রতিবাদী মিছিল দেখা যায়। এই বিশাল মিছিলে পা মেলান পার্টির নেতা প্রভাত চৌধুরি, শ্যামল ডাল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং অসংখ্য সাধারণ মানুষ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।