মৃন্ময়ী রং:চিন্তন নিউজ:৬ই মে:- ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী),সাঁকরাইল উত্তর এরিয়া কমিটি-হাওড়া , আজ করোনা সংক্রমণের এই সংকট ময় কালে সাঁকরাইল উত্তর এরিয়া কমিটির সমস্ত পঞ্চায়েত গুলিতে ডেপুটেশন ও পোস্টার নিয়ে ৫মিনিটের জন্য প্রতিবাদ কর্মসূচী পালন করে। নিম্ন লিখিত দাবি গুলো নিয়ে মূলত প্রতিবাদ পোস্টার এবং ডেপুটেশন পত্র তৈরী হয়।
(১) মহামারীর সময়ে প্রতিদিন পঞ্চায়েত খোলা রাখতে হবে
(২) গ্ৰামের মানুষদের করোনা টেস্ট ব্যবস্থা করতে হবে
(৩) এ,পি এল, বি,পি,এল সহ যাদের রেশন কার্ড নেই তাদের কে ও রেশন দিতে হবে।
(৪) প্রতিটি পঞ্চায়েত এলাকায় স্যানিটাইজ করতে হবে।
(৫) পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্য থেকে এলাকায় এলে পঞ্চায়েতকে কোয়ারিন্টনের সুষ্ঠ পরিকল্পনা করতে হবে।
এই কর্মসূচি এলাকাতে যথেষ্ট সাড়া ফেলে।