জেলা

দক্ষিণ দিনাজপুর জেলার টুকরো খবর


কমলেন্দু রায়: চিন্তন নিউজ:১৬ই আগস্ট:- বালুরঘাট পৌর পরিচালনার মেয়াদ শেষে ভোট হওয়ার কথা, কিন্তু নানা অছিলায় ভোট না করে তৃণমূল কংগ্রেস তাদের পছন্দের লোকজন আর কিছু তৃণদলদাস আমলাদের নিয়ে পরিচালনা করছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা, যত্রতত্র আবরজনার স্তূপ, একটু বৃষ্টিতেই রাস্তায় জল জমে থাকে। করোনার মতো মহামারীর হাত থেকে বাঁচতে গেলে যেভাবে পরিস্কার, পরিচ্ছন্ন থাকার কথা এবং স্যানিটাইজেশন করার কথা। কিন্তু সরকার বা জেলা প্রশাসনের এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই।

দক্ষিণ দিনাজপুর জেলা থেকে মিঠুন জানিয়েছেন, আজ‌ এই জেলার হরিরামপুরে এস‌এফ‌আই ডিওয়াইএফ‌আইএর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। এস‌এফ‌আই, ডিওয়াইএফ‌আই সহ অনেকেই এই রক্তদান কর্মসূচীতে অংশগ্রহন করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।