লাল্টু ঘোষ– চিন্তন নিউজ-৭ই অক্টোবর:- শ্যামল চক্রবর্তীর স্মরণসভা–শ্রদ্ধেয় শ্যামল চক্রবর্তী ছিলেন• সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য। পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমন্ডলীর প্রাক্তন সদস্য। সিআইটিইউ-র সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্য এবং পশ্চিমবঙ্গ কমিটির প্রাক্তন সভাপতি। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী। প্রাক্তন সাংসদ (রাজ্যসভা)। শিল্প, বিদ্যুৎ শিল্প সহ কয়েকটি ক্ষেত্রে তিনি সর্বভারতীয় স্তরে নেতৃত্ব দিয়েছেন। সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি হিসেবেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। বিশেষ করে গ্রামীণ অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবীদের সংগঠনে নিয়ে আসার প্রশ্নে তিনি উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন। এই প্রশ্নে একটি প্রচার পুস্তিকাও তিনি লিখেছিলেন।
আজ সিটু হাওড়া জেলা কমিটির উদ্যোগে আয়োজিত হল স্মরণসভা। শ্রদ্ধার সঙ্গে তাঁর জীবনের বিভিন্ন দিকগুলোর প্রতি আলোকপাত করা হয়। সিটু রাজ্য সভাপতি সুভাষ মুখার্জি, দীপক দাশগুপ্ত এবং সমীর সাহা আলোচনায় অংশগ্রহণ করেন।