দেশ রাজ্য

সরকারের বৈমাত্রেয় সুলভ আচরণ


দীপ্তেশ মুখার্জী: চিন্তন নিউজ: ৬ই মে :- ৬৪টা বিমানে ১৩টা দেশ থেকে ১৪৮০০ জনকে দেশে ফিরিয়ে আনা হবে সম্পূর্ণ বিনা পয়সায় আর দিল্লি থেকে নাসিক পর্যন্ত হেঁটে শ্রমিকরা বাড়ি ফিরছে সরকার উদাসীন।দিল্লি থেকে কার্গো বিমানে প্রশান্ত কিশোর কলকাতায় চলে আসতে পারেন অথচ ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের বাড়ি ফেরার অধিকার নেই। এন‌এইচ২( NH2) দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে খেটে খাওয়া গরিব শ্রমিকরা অভুক্ত অবস্থায় হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছে, কেউ যাবে রামপুরহাট কেউ বীরভূম, কেউ বা আসানসোল, রাজ্য সরকারের চোখে পড়ছে না এই অবর্ণনীয় যন্ত্রনা।

হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সেই মানুষগুলো সন্ধ্যা বেলায় বসে পড়েন সিঙ্গুরের খাসেরচক বেলতলার কাছে। এলাকার সিপিআই(এম) কর্মী নিরঞ্জন পালের নজরে পড়ায় তিনি আরো সাথীদের ফোন করে ডেকে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তাদের রাতের খওয়ারের ব্যবস্থা করেছে।এই সকল পরিযায়ী শ্রমিকরা তাদের দুর্দশার কথা সিপিআই(এম) কর্মী এবং গ্রামবাসীর কাছে তুলে ধরেন। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রতি তীব্র ঘৃণা এদের চোখে মুখে ফুটে ওঠে। পার্টি কর্মী এবং গ্রামবাসীদের তারা ধন্যবাদ জানান।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।