শ্রীরূপ গোপাল গোস্বামী: চিন্তন নিউজ:২৩শে ফেব্রুয়ারি:-, গতকাল গণমুক্তি (দমদম) গণসংগঠনের পঞ্চম বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হলো কৃষ্ণপদ ঘোষ ট্রাস্ট মেমোরিয়াল ভবনে।
শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে সন্মেলন শুরু হয়।
সন্মেলন এর উদ্বোধন করেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনীনিকা বোস ঘোষ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশানের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, কমরেড অশোক ঘোষ এবং নাট্যকার ও বাচিক শিল্পী অমল গুহ।
উদ্বোধনী ভাষণে কনীনিকা ঘোষ বলেন যারা বামপন্থী রাজনীতি করেন তারা বিশ্বাস করেন যে দেশে বৈচিত্রের মধ্যেই ঐক্য রচনা সম্ভব। এটাই বিজ্ঞান, এটাই শাশ্বত।
এনআরসি, এনপিআর, সিিএএ এর বিষয়ে মানুষকে বোঝাতে হবে।এই বিষয়ে গণমুক্তির মত গণসংগঠনগুলির অগ্রনী ভূমিকা নিতে হবে। যেখানে রাজনৈতিক দল যেতে পারেনা সেখানে এই ধরণের সংগঠন যেতে পারে, মানুষের লড়াইয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে।
এসএফআই এর সৃজন ভট্টাচার্য বলেন, মাঠটাকে বড় করার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে গণমুক্তি-র মত গণসংগঠনগুলিকে আরও এগিয়ে আসতে হবে।
অশোক ঘোষ বলেন, সামাজিক ও রাজনৈতিক আন্দোলনর ক্ষেত্রে গণসংগঠনের প্রাসঙ্গিকতা সবসময়েই গুরুত্বপূর্ণ এবং গণমুক্তিকেও সেই দায়িত্ব পালন করতে হবে।
গণমুক্তির উপদেষ্টা চয়ন ভট্টাচার্য বলেন, সংগঠনে কোনও দুর্বলতা থাকলে তা কটিয়ে এগিয়ে যেতে হবে।বিশিষ্ঠ নাট্যকার ও বাচিক শিল্পী অমল গুহ আবৃত্তির মাধ্যমে বর্তমানে দেশের মধ্যে যে অরাজকতা র সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংগঠনের সম্পাদিকা শাশ্বতী বিশ্বাস। ছয়জন প্রতিনিধি প্রতিবেদনের ওপর আলোচনা করেন। সম্মেলনে দুটি প্রস্তাব গৃহীত হয়েছে। একটি হলো এনআরসি/ এনপিআর/সিএএ কার্যকরী করার বিরুদ্ধে এবং অপরটি হলো শিক্ষাক্ষেত্রে আকাশছোঁয়া খরচ ও রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণের বিরুদ্ধে। সম্মেলন থেকে সম্পাদক ও সভাপতি হিসাবে যথাক্রমে শাশ্বতী বিশ্বাস ও অমিতেশ মুখার্জি পুনরায় নির্বাচিত হয়েছেন। সম্মেলন পরিচালনা করেন অমিতেশ মুখার্জি।