হাসিরুল ইসলাম:চিন্তন নিউজ:৫ই এপ্রিল:- গতকাল মুর্শিদাবাদ জেলার সালার থানার কান্দরা গ্রামের পাঠান পাড়ার ছেলেরা একটা উদ্যোগ গ্রহন করে।।এই লকডাউন এর সময় যারা দিন অানে দিন খায় তাদের বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে চাল ডাল সহ কিছু নিত্যপ্রয়জনীয় জিনিস পৌঁছে দিয়ে অাসে।।। এবং লকডাউন মেনে চলতে হবে সঙ্গে সাবান দিয়ে বার বার হাত ধুতে পরামর্শ দেয়।।।৷
বাড়ি বাড়ি ঘুরে সেই পরিবারকে আস্বস্ত করে চিন্তা করবেন না যুবকরা প্রতি সপ্তাহে এসে খোঁজ নিয়ে যাবে।৷ তারা শপথ করে তাদের এলাকাতে লকডাউন এর কারনে যেন কারো হাঁড়ি বন্ধ না হয়। এলাকার গরীব মানুষ এই উদ্যোগে খুব খুশি। তারা বাঁচার ভরসা খুঁজে পেয়েছেন।