রাজ্য

জমি মাফিয়াদের দৌরাত্ম্যে রাতারাতি ভরাট হয়ে যাচ্ছে  জলাভূমি


সুপর্ণা রায়: চিন্তন নিউজ: ৩০ শে মার্চ:–  জমি মাফিয়াদের দৌরাত্ম্যে রাতারাতি ভরাট হয়ে যাচ্ছে  জলাভূমি ,মেছোভেরী ,পুকুর।  যার কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এবং মানুষের জীবন জীবিকা র উপর পড়ছে চরম আঘাত। জলাজমি ভরাট করতে হ’লে আগে জমির চরিত্র বদল করতে হয় আর তা এক দীর্ঘ প্রক্রিয়া — কিন্তু কোন কিছুর তোয়াক্কা না করে জলাভূমি ভরাট করে ফেলা হচ্ছে বলে খবরে প্রকাশ। স্থানীয় লোকজন এর অভিযোগ ঐ অঞ্চল এর এক প্রভাবশালী শাসকদলের নেতার অঙ্গুলীহেলনে অবলীলায় এই কাজ চলছে।  

সুত্রের খবর অনুযায়ী ভাঙড় ২ নং এর বামনঘাটা ,বেঁওতা ১নং ও ২ নং পঞ্চায়েত এলাকা এবং নিউটাউন কাছাকাছি হবার জন্য এই অঞ্চলের জমির দাম আকাশছোঁয়া। তার উপর এই অঞ্চলের অধিকাংশই জলাভূমি তা প্রশাসন এর নির্দেশ ছাড়া ভরাট করা যায় না। কিন্তু এমন কান্ডতেও প্রশাসন মৌনব্রত নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান যে  শাসকদলের নেতার মদতে এই অনৈতিক চলছে। এমনকি তিনি এ অঞ্চলে একটি দলীয় কার্য্যালয় বানিয়েছেন। বারুইপুরের মহাকুমার শাসক জানান যে এই অনৈতিক কাজের অভিযোগ তিনি পেয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।