‘সুদীপ্তা ঘোষ: চিন্তন নিউজ:৫ই এপ্রিল:কোভিড -১৯এর প্রকোপ বিশ্বব্যাপি। ভারতবর্ষ এর বাইরে নয়। পশ্চিম বিশ্বের দেশে এর প্রাদুর্ভাবের তুলনায় কিছুটা হলেও ভারতবাসী সংযত। লক ডাউন চলছে আজ ১৪দিনে পড়েছে। সরকারের থেকে অনুদানের অনেক ঘোষণা। কিন্তু কতটা পাচ্ছে ‘দিন আনি দিন খায়’ এই ধরণের মানুষেরা?
উত্তর ২৪ পরগনার মহিলা সংগঠন অগ্রণী ভূমিকা গ্রহন করেছে। কখনো নিজস্ব উদ্যোগে কখনো সিপিআইএম পার্টির সাথে একযোগে। সেইরকমই নৈহাটী আঞ্চলিক কমিটি দায়িত্ব নিয়ে মহিলাদের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী নিয়ে কিছু প্যাকেজিং করেছে। আছে স্যানিটারি ন্যাপকিন ও সাবান। তাদের ভাবনাকে স্বাগত জানাই।