কিংশুক ভট্টাচার্য: চিন্তন নিউজ:৮ই এপ্রিল:- গতকাল রাতে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের জঙ্গলে আমাজনের স্টাইলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে । ‘ বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমীর সদস্য সদস্যারা ভোরের আলো ফোটার আগেই ওখানে পৌঁছাতে পেরেছেন ।
স্থানীয় গ্রামবাসী ও পুলিশ পৌঁছে আগুন নেভানোর কাজে নেমে পড়েছেন । কিন্তু ফায়ার ব্রিগেডসহ কেউই আগুন আয়ত্তে আনতে পারছেন না । গতকাল রাতে আশেপাশের গ্রামের মানুষ জীবজন্তুর আর্তনাদ শুনেছেন । অনেকদিন ধরেই বড়ো গাছ কাটা এবং বড়ো বড়ো পাথর অবৈধভাবে ভেঙে তুলে নেওয়া চলছিল । আজ কিছু মানুষের সীমাহীন লোভ এই সুন্দর পাহাড়টাকে শেষ করে দিলো । এটা এই রাজ্যের পর্বতারোহীদের অপূরণীয় ক্ষতি হলো । সাথে সাথে প্রকৃতি অনেকটাই মলিন হোল ।
বাঁকুড়া যুব ফেডারেশনের কিছু কর্মীও উদ্ধার কাজে অংশ নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রনে এসেছে।