রাজ্য

“দুয়ারে রেশন” প্রকল্প বাতিলের দাবীতে বিক্ষোভ হুগলি জেলার রেশন ডিলারদের—


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:৩রা সেপ্টেম্বর:– উপযুক্ত পরিকাঠামো ছাড়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ” দুয়ারে রেশন” প্রকল্প নিয়ে চরম বিপদে পড়েছেন রেশন ডিলাররা। প্রকৃত অবস্থা না জেনে অবিবেচক এর মতো প্রকল্প ঘোষনা করার ফলে রেশন ডিলাররা বৃহস্পতিবার দুপুরে আরামবাগ খাদ্যদপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। মুখ্যমন্ত্রী কোন কিছু বিচার না করেই নির্দেশ দেন আমজনতার বাড়ী বাড়ী গিয়ে রেশন পৌঁছে দেবেন। যেখানে প্রয়োজনীয় পরিকাঠামোই নেই সেখানে কেমন ভাবে বাড়ী বাড়ী রেশন পৌঁছে দেওয়া হবে সেই নিয়েই চলছে বিক্ষোভ।

এক রেশন ডিলার জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী বললেও বাড়ী বাড়ী রেশন পৌঁছানো অসম্ভব। এক একজন ডিলার এর অধীনে প্রায় হাজার তিনেক গ্রাহক থাকেন, কিভাবে তাঁদের প্রত্যেকের বাড়ীতে রেশন পৌঁছানো যাবে—-। আরেক ডিলার ক্ষোভের সঙ্গে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সম্পূর্ন অবিবেচকের মতো কাজ করেছেন। তাঁর কথামতো গুদাম,নানারকম মেশিন কেনা থেকে সবকিছু করা হয়েছে। এখন তিনি বলছেন কুইন্ট্যাল কুইন্ট্যাল চাল ,গম ইত্যাদি বাড়ী বাড়ী পৌঁছতে হবে। এতে তাঁরা চরম অপমানিত বোধ করছেন ।

আরও জানিয়েছেন তাঁরা ১২/১৪ বছর ধরে এই রেশন ডিলার এর কাজ করছেন। কিন্তু কেউ বা কোন সরকার বলেননি লোকের বাড়ী বাড়ী রেশন পৌঁছে দেওয়ার কথা। সরকার জানিয়েছে ১ লক্ষ টাকা করে ভর্তূকি দেওয়া হবে রেশন বাড়ী বাড়ী পৌঁছে দেওয়ার জন্য গাড়ী কেনার জন্য। কিন্তু তাঁরা ভর্তুকি নিয়ে গাড়ী কিনতে রাজী হয়নি। তাঁদের আর ও বক্ত্যব্য এই প্রকল্প ঘোষনার আগে সরকার পক্ষের উচিৎ ছিল রেশন ডিলারদের সঙ্গে আলোচনা করা,কেননা কাজ তাঁদের করতে হবে।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।