দেশ বিদেশ

জিমেল নিয়ে সমস্যা বিশ্বজুড়ে


কিংশুক ভট্টাচার্য, চিন্তন নিউজ, ২০ আগষ্ট: গুগলের মেল পরিষেবা জিমেল মসৃণ ভাবে ব্যবহার করা যাচ্ছে না। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা জিমেল ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। জিমেলের সঙ্গে ‘অ্যাটাচমেন্ট’ হিসাবে কোনও ফাইল পাঠানো যাচ্ছে না। বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে এই সমস্যার সম্মুখীন জিমেল ব্যবহারকারীরা।

শুধু জিমেল নয়, গুগল ড্রাইভ পরিষেবাও এ দিন সকাল থেকে ব্যাহত হয়েছে। গুগল সুইটের অন্যান্য পরিষেবা ব্যবহারেও সমস্যা দেখা দিচ্ছে। ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপিন্স, জাপান-সহ ইউরোপের বিভিন্ন দেশও এই সমস্যার সম্মুখীন। গুগলও এই সমস্যার ব্যাপারে ওয়াকিবহাল। জি সুইটের ড্যাশবোর্ডে গুগলের তরফে জানানো হয়েছে, ‘‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’’


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।