কিংশুক ভট্টাচার্য, চিন্তন নিউজ, ২১ আগস্ট: ভারতরত্ন ভারতের গর্ব দেশের ঐতিহ্যের প্রতীক আজীবন বেনারসের গঙ্গাপাড়ের পৈত্রিক বাড়ির বাসিন্দা উস্তাদ বিসমিল্লাহ খানের প্রাচীন বাড়ি তাঁর ১৪তম মৃত্যুবার্ষিকির আগেই ভেঙ্গে ফেলার সিদ্ধান্তে সিলমোহরের ছাপ দিলো উত্তর প্রদেশ সরকার।
প্রসঙ্গক্রমে একথা উল্লেখ করতেই হচ্ছে যে দেশভাগের পর যখন মহম্মদ আলি জিন্নাহ্ ওস্তাদজীকে শের-এ পাকিস্তান উপাধি দিয়ে সসম্মানে পাকিস্তানে বসবাসের জন্য আহ্বান জানান তখন ওস্তাদজী তা প্রত্যাখান করে গঙ্গাপাড়ের বাড়িতে থাকার ইচ্ছা প্রকাশ করে বলেছিলেন তাঁর সুর সৃষ্টি নাকি গঙ্গা পাড়ে না থাকলে থমকে যাবে।
তাঁর সেই বাড়ির দোতালার ঘরটি যেখানে বসে নিয়মিত রেওয়াজ করতেন খাঁন সাহেব সেই ঘর বেশ কিছুদিন যাবৎ রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বসস্তূপ হয়েছিল। এখন গোটা ভবনই ভেঙ্গে বিলাস বহুল কমার্সিয়াল কমপ্লেক্স তৈরী হবে। মুছে যাবে ভারতের ঐতিহ্যের ইতিহাসের একটা অধ্যায়ের স্মারক।