দেশ বিদেশ

ভারত-পাক সীমান্তে ব্যবসা চলছে জঙ্গী মদতে


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ২৫ এপ্রিল: ভারত – পাক সীমান্ত এলাকায় জঙ্গি মদতে ব্যবসা শুরু হয়েছে। মূলত ৯ জন এই ব্যবসার সাথে জড়িত বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর এই ব্যবসায় আইএস‌আই এর সহযোগ রয়েছে। ব্যবসা থেকে উপার্জিত অর্থ বিভিন্ন জঙ্গি সংগঠনের জন্য ব্যয় করা হচ্ছে।
যে ৯ জনকে চিহ্নিত করা হয়েছে তারা হলেন, মেহেরাজুদ্দিন ভাট, নাজির আহমেদ ভাট, বারসাত আহমেদ ভাট, সউকত আহমেদ, নুর মহম্মদ, খুরসিদ, ইমতিয়াজ আহমেদ, আমীর এবং ইজাজ রহমানি। বৃহস্পতিবার ভারত সরকার জানিয়ে দিয়েছে, নিয়ন্ত্রণ সীমা বরাবর সমস্ত বানিজ্য সাময়িক সময়ের জন্য স্থগিত করে দেওয়া হবে। পাকিস্তান বলেছে, পাকিস্তান ভিত্তিক দুর্বৃত্তরা অস্ত্র, মাদকদ্রব্য ও জাল টাকা ভারতে ঢুকতে সাহায্য করছে।
নিরাপত্তা কর্মকর্তারা বলেন, নিয়ন্ত্রন সীমায় কিছু পাকিস্তানি জঙ্গি ব্যবসায় ছাড়পত্র অপব্যবহার করছে। এনআইএর কয়েকটি মামলার তদন্তে জানা গেছে, সন্ত্রাসীদের সাথে যুক্ত ব্যক্তিরা ব্যবসা পরিচালনা করছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।