বিদেশ

ভয়াবহ ভূমিকম্পের কবলে জাপান


সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ২০ মার্চ: আজ সন্ধ্যায় ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব জাপান। এর আগে ২০১১ সালে ১৪ই ফেব্রুয়ারি ফুকুশিমা প্রিফেকচারে ৭.৩ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছিল। প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। বহু মানুষকে নিরাপদ স্থানে সরানো স্বত্ত্বেও প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যুর কবলে পড়েছিল।

আজ স্থানীয় সময় ৬:২৬ নাগাদ মিয়াজি প্রিফিকচারে এই ভূমিকম্প আঘাত হেনেছে। এদিন সন্ধ্যায় রিখটার স্কেল এ ৭.২ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয় উত্তর-পূর্ব জাপানে। সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার নীচে। কিন্তু এর তীব্রতা এত বেশি ছিল যে ৪০০ কিলোমিটার দূরে টোকিওতেও ভুমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি প্রায় ২০ সেকেন্ড স্থায়ী হয়েছিল।

এদিকে ভূমিকম্পের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বন্ধ তোহকু ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এবং ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দাইটি পাওয়ার স্টেশন অবস্থা খতিয়ে দেখছে বিশেষজ্ঞ মহল। পুরো এলাকা বিদ্যুৎহীন। মিয়াজি প্রিফিকচারে কিকিহারা বিদ্যুৎ হীন হয়ে পড়েছে। প্রায় ২০০০ বাড়ী বিদ্যূৎহীন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর অফিসকে ক্রাইসিস ম্যানেজমেন্ট হিসেবে গড়ে তোলা হয়েছে। সব মন্ত্রীদের ক্ষয়ক্ষতির হিসাব করার কাজে যুক্ত করা হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।