দেশ

বিশ্ব পরিবেশ দিবস পালনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলা।


মিতা দত্ত: চিন্তন নিউজ:৫ই জুন:–প্রকৃতিগ্রাসী এক তথাকথিত মানব শ্রেণী প্রকৃতিকে কিছুতেই তার সাম্য নিয়ে চলতে দেবে না, তখনই প্রকৃতি সহায়ক শ্রেণী তাঁর সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করে যাচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছে।সেই চেষ্টার অংশীদার আমরাও।

আজ মুর্শিদাবাদ জেলা কমিটির অন্তর্গত ভগবানগোলা বিজ্ঞান কেন্দ্র ,লালবাগ বিজ্ঞান কেন্দ্র, ইসলামপুর বিজ্ঞান কেন্দ্র বহরমপুর বিজ্ঞান কেন্দ্র ও গোরাবাজার ইউনিট নানাবিধ কর্মসূচির মাধ্যমে এই দিনটির যথার্থতা মানুষের সামনে তুলে ধরেন। পরিবেশ বিষয়ক বক্তব্য, লিফলেট বিতরণের মাধ্যমে মহামারী সম্পর্কে সচেতন করা,গাছ লাগানো ও বিতরণ, ছাত্রছাত্রীদের খাতা দেওয়া এইরকম ছিল সারাদিনের কর্মসূচি।

তবে শত্রু যখন সর্বগ্রাসী, তখন আমাদের আন্দোলনেও আরো শান দিতে হবে। মানুষের জীবনে সাম্য না আসলে প্রকৃতিতে সাম্য আসবে না। তাই এই দিনগুলি সাম্য প্রতিষ্ঠার লড়াই এর দৃঢ়তাকে বাড়িয়ে দেয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।