জেলা রাজনৈতিক

উত্তরদিনাজপুর জেলার তিনশত মানুষ বিপদের সময়ের বন্ধুদের চিনে নিয়ে সিপিআই(এম) এর দলীয় পতাকা হাতে নিলেন।


বিপ্লব সেন:চিন্তন নিউজ:৫ই জুন:- ডি ওয়াই এফ আই ‘পরিজন’ কমিউনিটি কিচেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের সুরুন শাখা বিগত ১৪ দিন ধরে কোয়ারেন্টাইনে থাকা পরিযায়ী শ্রমিকদের মধ্যে খাবার বিলি করে আসছে। আজ ছিল কমিউনিটি কিচেনের অন্তিম দিন।

আজ কোয়ারেন্টাইন জীবন থেকে মুক্তি লাভ করে ‘পরিজন’-এর পরিসেবায় খুশি হয়ে এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিয়ে ৮৫ জন পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার এবং এলাকার বেশ কিছু তৃণমূল ও বিজেপি সমর্থক মিলিয়ে মোট ৩০০ জন সি পি (আই) এম – এ যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে ধরিয়ে সংবর্ধনা জানালেন প্রাক্তন যুব নতা ও বর্তমান সি পি আই (এম) উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।