জেলা রাজ্য

তোমার আমার এক স্লোগান, লক্ষ গাছ, লক্ষ প্রাণ”


সৌভিক ব্যানার্জি:চিন্তন নিউজ:৫ই জুন:–“তোমার অামার এক স্লোগান, লক্ষ গাছ, লক্ষ প্রাণ” এই স্লোগান কে সামনে রেখে, বিশ্ব পরিবেশ দিবসে পথে নামল এস এফ আই। সমগ্র পৃথিবী জুড়ে প্রতি নিয়ত জলবায়ু পরিবর্তন হয়ে চলেছে। অার এর একটা বড়ো কারণ যথেচ্ছ গাছ কাটা। অামাদের দেশে দিনের পর দিন জঙ্গল কেটে ফেলার ফলে প্রভাব পড়েছে দেশের জলবায়ুর উপর। অামফান ঝড়ের ফলে অামাদের রাজ্যে কয়েক হাজার গাছ ভেঙে গিয়েছে। পরিবেশবিদেরা মনে করেন, এর প্রভাব জলবায়ুতে পড়বে। তাই এই সময়ে দাঁড়িয়ে, বিশ্ব পরিবেশ দিবসে এস এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি গোটা রাজ্য জুড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির ডাক দেয়। সেই ডাকে সাড়া দিয়ে কলকাতার বিভিন্ন প্রান্তে বৃক্ষ রোপণ করেছেন এস এফ আই কর্মীরা। শুধুমাত্র এস এফ আই নয়, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চও অাজকে শহরের বিভিন্ন প্রান্তে বৃক্ষ রোপণ করেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।