জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


কল্পনা গুপ্ত :চিন্তন নিউজ:২৩ শে অক্টোবর – আজ নাদনঘাটে ধর্ষিতা মেয়ের কাছে বামপন্থী যুব, মহিলা ও গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব বস্ত্র, চাল, ডাল,আলু ইত্যাদি খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত হন রাজ্য মহিলা সভানেত্রী অঞ্জু কর সহ যুব নেতৃত্ব হালিম শেখ, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব আলিম শেখ প্রমুখ। সঠিক বিচার না পাওয়া পর্যন্ত এলাকার মানুষকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাবার দৃঢ় শপথের কথা বলেন তাঁরা।

আজ পূর্ব বর্ধমান ২ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে মার্কসীয় বুক স্টলের উদবোধন হয় তৈলমারুই পাড়ায় সি পি আই (এম) পার্টি অফিসের সামনে। প্রতিবছরের মতন এবারেও পুস্তকের সম্ভার নিয়ে বুক স্টল হয়েছে এবং এলাকার পার্টি কর্মীরা সেখানে উৎসাহে উপস্থিত থাকছেন। উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শ্রমিক নেতা আভাস রায়চৌধুরী। তিনি বলেন, এই প্রচেষ্টা শুধু দুর্গোৎসবেই নয়, যেকোন উৎসব যেখানে জনগণের অনেক জমায়েত হয় সেখানেই করা হয়। মূল উদ্দেশ্য হলো ব্যক্তির আত্মকেন্দ্রিক হয়ে একা না বেঁচে সকলকে নিয়ে বেঁধে বেঁধে বাঁচা এবং সমাজের পরিস্থিতি সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা, মানুষের পারষ্পরিক সম্প্রীতি গড়ে তোলা, এক শোষণমুক্ত সমাজ গড়ে তোলা। বর্তমান অতিমারিতে স্বাস্থ্য সম্মত দূরত্ব বজায় রেখেই সব কাজ হচ্ছে, সামাজিক দূরত্বকে স্থান না দিয়ে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।