দেবব্রত মুখার্জি: চিন্তন নিউজ:২৩শে অক্টোবর:- সিপিআইএম টালিগঞ্জ এরিয়া কমিটি ২ নেতাজীনগর, নারকেল বাগানের উদ্যোগে প্রতিবছরের মতো এই বছরেও আজ উদ্বোধন করা হয় মার্ক্সীয় প্রগতিশীল সাহিত্য পত্রিকার স্টল।গতকাল এবছরে দুর্গাপূজোর ষষ্ঠির দিন। অন্য বছরের সঙ্গে এবছরের পরিস্থিতি কোভিড১৯ এর কারণে সম্পূর্ণ ভিন্ন। অন্য বছরের মতো জনসমাগম চোখে না পড়লেও মানুষের উৎসাহ উদ্দীপনা ঘাটতি চোখে পড়েনি। বিভিন্ন উৎসাহী মানুষকে বই কিনতে ও নানা রকমের বই নিয়ে নাড়াচাড়া করতে দেখা গেছে।
বামপন্থীরা সব পরিস্থিতিতেই রয়েছে মানুষের পাশে। এই পত্রিকার স্টল থেকেই বাম কর্মীদের দর্শনার্থীদের সচেতন করার কাজ করতে দেখা গেল। যেমন সমদূরত্ব বজায় রেখে স্টলের ভিতরে প্রবেশ করে বই কিনতে , সকলে যাতে সঠিকভাবে মাস্ক পরে থাকে সে সম্বন্ধে ও মানুষ কে সচেতন করা হয়। এছাড়াও যাতে প্রত্যেকটি দর্শনার্থী হাইকোর্টের নির্দেশাবলী মেনে চলে তা নিয়ে সতর্ক করা হয়। আজ এই বুক স্টলে উপস্থিত ছিলেন কমঃ সুব্রত দত্ত, বাম যুব নেতা শতরূপ ঘোষ, গৌতম গুহরায় প্রমুখ। কর্মীদের মধ্যে ছিলেন বর্ষিয়ান বামপন্থী সাংস্কৃতিক কর্মী দেবব্রত মুখার্জি সহ অনেকেই।