রাজ্য

জলপাইগুড়ি রাজগঞ্জ গণধর্ষণের ঘটনার তদন্তে চাইল্ড রাইট কমিশন


সূপর্ণা রায়: চিন্তন নিউজ:১৪ই সেপ্টেম্বর,২০২০:- গনধর্ষণ এখন জলভাতের মতো হয়ে গেছে। রোজ খবরের কাগজ খুললেই বা স্যোশাল মিডিয়া তে এই নিয়ে সরগরম পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ। মেয়েদের নিরাপত্তা তলানি তে এসে পৌঁছেছে। এবারের ঘটনা ভীষণ ভাবে মর্মান্তিক। জলপাইগুড়ি জেলার রাজাগঞ্জের ঘটনা। এখানে দুটি মেয়ে এসেছিল তাদের কাকার বাড়ী। বিকেলে বাড়ী ফেরার পথে পাশের গ্রামের কিছু যুবক তাদের পথ আটকায় এবং যথেষ্ট পরিমাণে অপমান করে।। কোন রকমে পালিয়ে তারা বাড়ী ফেরে।। অপমান এর জ্বালা সহ্য করতে না পেরে দুইবোনই কীটনাশক খায়। বাড়ীর লোক জানতে পেরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে বড়ো বোন ১৬ বছরের নাবালিকা মারা যায়।

এই দুই আদিবাসী নাবালিকা গনধর্ষণ এর তদন্তে গেছেন জলপাই গুড়ি গেছেন চাইল্ড রাইট কমিশন এর তিন সদস্য। রবিবার সকালে পৌঁছন কমিশনের চেয়ারম্যান অনন্যা চক্রবর্তী। তাঁর সঙ্গে আছেন পরভীন সিদ্দিকীও এক আধিকারিক সুস্মিতা চক্রবর্তী। হাসপাতালে চিকিৎসাধীন ছোট বোনের সঙ্গে কথা বলেন তাঁরা , মেয়েটির শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে সার্কিট হাউসে চলে যান।

আধিকারিক সুস্মিতা চক্রবর্তী জানিয়েছেন যে ছোট বোনটি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে।। এবার তাঁরা জেলা প্রশাসন ও পুলিশের সাথে কথা বলার পর রাজাগঞ্জ গিয়ে চা বাগানের কর্মী মেয়ে দুটি’র বাবা ও পরিবারের সাথেও কথা বলা হবে। এমন একটা ঘটনা ঘটায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ডিএসপি ( ক্রাইম) প্রদীপ সরকার এর নেতৃত্বে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। তিনি পরিবারের সাথে কথা বলে জানতে চান ওইদিন ঠিক কি ঘটেছিল। সবকিছু শোনার পর পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তিন জন কে ধরতে পারলেও দু’জন পালিয়ে গেছে। তাদেরকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।