চিন্তন নিউজ:২২শে অক্টোবর:যাদবপুর থেকে দেবু রায় জানাচ্ছেন আজ ছিলো বৈষ্ণবঘাটা -পাটুলিতে “শ্রমজীবী রান্না ঘরের “উনিশতম দিন!আজ সিপিআই(এম) মধ্য যাদবপুর এরিয়া কমিটির পরিচালনায় চলছে! আজ এই কাজ কে উৎসাহিত করতে হাজির হয়ে ছিলেন উচ্চ বিচারালয়ের বিশিষ্ট আইনজীবি সুবাস ভট্টাচাৰ্য ও তার স্ত্রী শ্রীমতি ইতু ভট্টাচাৰ্য. ওনারা নিজেও কাজে হাত মেলান. কিছু অর্থ সাহায্য করেন l
মগরাহাট থেকে দেবরাজ মন্ডল জানাচ্ছেন সিপিআই(এম) মগরাহাট এরয়া কমিটির অন্তর্গত হোটর শাখার উদ্যোগে আজ শারদীয়া পুস্তক বিক্রয় কেন্দ্র উদ্বোধন হলো। উদ্বোধক এরিয়া কমিটির সম্পাদক শুভেন্দু নস্কর।
সোনার পুর উত্তর এরিয়া থেকে সংবাদ দাতা ডালিয়া চ্যাটার্জী জানাচ্ছেন আজ গড়িয়া তেতুল বেড়িয়া অঞ্চলে সিপিআই(এম) সোনারপুর উত্তর এরিয়া কমিটি মার্কসীয় সাহিত্য বিক্রয় করার স্টলের উদ্বোধন করা হয় l
ডায়মন্ড হারবার থেকে সন্যাসী হালদার জানাচ্ছেন আজ সিপিআই(এম)সরিষা এরিয়া কমিটির পক্ষ থেকে সরিষা মোড়ে মার্কসীয় বুক স্টলের উদ্বোধন হোলো l উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ও জনস্বাথ্য আন্দোলনের নেতৃত্ব ফুয়াদ হালিম ।