জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ-শ্যামল চ্যাটার্জি– বাঘা যতীন এ পি সি পার্কের বাসিন্দা পরিতোষ বিশ্বাস আজ, রবিবার (১২/০৬/২২) ভোর চারটের সময় আর এন টেগোর হাসপাতালে মারা যান। তাঁর ইচ্ছানুযায়ী গণদর্পণের সহযোগিতায় ওনার কর্ণিয়া প্রভা আই ব্যাঙ্কে দান করা হয়েছে। আগামীকাল বেলা ১২টা নাগাদ নীলরতন সরকার মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগে দান করা হবে। কেন্দ্রীয় সরকারী কর্মচারী আন্দোলনের লড়াকু নেতা ছিলেন পরিতোষ বিশ্বাস। ১৯৩৯ সালে বাংলাদেশের ফরিদপুরে জন্ম। এ জি বেঙ্গল তথা অডিট দপ্তরের লড়াকু কর্মী কর্তৃপক্ষের রোষানলে পড়েন বারংবার । আপোসহীন থাকার কারণে বাধ্যতামূলক অবসরের নির্দেশ জারি করা হয় । দীর্ঘ দুই বছর ক্যান্সারের সাথে লড়াই আজ শেষ হয়।

মহাশ্বেতা বিশ্বাসঃ-ব্যান্ডেল কোদালিয়া লোকাল কমিটির (এখন এরিয়া কমিটি) তিনবারের প্রাক্তন এলসিএস কমরেড অমল মিস্ত্রী, মাত্র ৭৩ বছরের যুবক এই প্রচন্ড গরমে বাড়ি বাড়ি জনসংযোগ ও অর্থ কালেকশান করে এসেছেন প্রায় ১২-১৪ কিমি এলাকা ঘুরে। অনেকের কাছেই প্রথমে এসে বললেন একটু জল খাওয়াও। জল খেয়ে বললেন,” খবর খুবই ভালো, প্রত্যেক বাড়ি থেকে ইতিবাচক সাড়া পেয়েছি।” লিফলেট দেয়নি জানতে পেরে বলেন এটা পার্টির দ্বায়িত্ব আমিই শ্রীরামপুর থেকে নিয়ে আসবো।

দেবারতি বাসুলীঃ-জনসংযোগ এবং গণ অর্থ সংগ্রহ বাঁশবেড়িয়া স্টেশনে ৫ নং শাখার পক্ষ থেকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।